র্যাব-১১ এর সদস্যরা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং সুমন গ্রুপের ৪ সদস্যকে আটক করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১১ সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত বুধবার রাতে উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছোরা, একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- আল আমিন হোসেন বাঁধন, মো. সুমন হাসান, মো. জিতু, এমরান হোসেন। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব জানায়, আটককৃতরা কিশোর গ্যাং ‘সুমন গ্রুপ’ নামে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়ায়। এ গ্রুপের সদস্যরা পরস্পর যোগসাজশে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করার জন্য কাঁচপুরের কারিনা টাওয়ারে ছোরা, সুইচ গিয়ার চাকুসহ একত্রিত হয়েছিল।
দীর্ঘদিন ধরে তারা রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। এ কিশোর গ্যাংয়ের প্রধান সুমন হাসানের বিরুদ্ধে ঢাকার ওয়ারী থানায় একটি মাদক মামলা রয়েছে।