আজ আবারও পাকিস্তান-ভারত মহারণ

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
আজ আবারও পাকিস্তান-ভারত মহারণ
সুপার ফোরের ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ছবি: সংগৃহীত

সুপার ফোরের ম্যাচে আজ রবিবার (১০ সেপ্টেম্বর) মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বের মত সুপার ফোরেও রয়েছে বৃষ্টির শঙ্কা। কলম্বোয় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়।

পাল্লেকেলের মত প্রেমাদাসায় শঙ্কা রয়েছে বৃষ্টির। কলম্বোয় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ৯০ শতাংশ। কোহলি-বাবর, আফ্রিদি-বুমরার দ্বৈরথ গড়াতে পারে রিজার্ভ ডেতে। সুপার ফোরে ভারতের প্রথম ম্যাচ। পাকিস্তান যদিও বাংলাদেশকে হারিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে।

এদিকে আজকের ম্যাচটি ভারত ও পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত আজকে জয় পেলে ফাইনালে যাওয়ার রেসে টিকে থাকবে। অন্যদিকে পাকিস্তান ম্যাচটিতে জয় তুলে নিয়ে বলা যায় প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করবে।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছেন, আমরা পাকিস্তান এবং শ্রীলঙ্কায় যেভাবে ধারাবাহিক ক্রিকেট খেলছি, সেটি দেখে আপনি বলতে পারেন, আমরা তাদের (ভারতের থেকে) চেয়ে এগিয়ে আছি।

পাকিস্তান কেন এগিয়ে, সেই ব্যাখ্যাও দিয়েছেন বাবর। তার ভাষ্যমতে, আমরা গত দুই মাস ধরে শ্রীলংকায় খেলছি। আমরা টেস্ট খেলেছি, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছি এবং লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলেছি। সেটা বিবেচনায় আমরাই এগিয়ে আছি।

ভারতের ক্রিকেটার শুভমান গিল বলেন, বৃষ্টি আমাদের হাতে নেই। নিজেদের দিকে ফোকাস রাখছি। অন্য দলের মত একই পরিকল্পনা থাকবে পাকিস্তান ম্যাচে।

উল্লেখ্য, গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো ভারত এবং পাকিস্তান। ওই ম্যাচে জয় হয়েছিলো বৃষ্টির। প্রথমে ব্যাট করতে নেমে ভারত সংগ্রহ করেছিলো ২৬২ রান। জবাব দিতে নামারই সুযোগ পায়নি পাকিস্তান। বৃষ্টিতে ভেসে যায় পুরো ম্যাচ। ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আজ আবারও পাকিস্তান-ভারত মহারণ

আজ আবারও পাকিস্তান-ভারত মহারণ
সুপার ফোরের ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ছবি: সংগৃহীত

সুপার ফোরের ম্যাচে আজ রবিবার (১০ সেপ্টেম্বর) মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বের মত সুপার ফোরেও রয়েছে বৃষ্টির শঙ্কা। কলম্বোয় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়।

পাল্লেকেলের মত প্রেমাদাসায় শঙ্কা রয়েছে বৃষ্টির। কলম্বোয় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ৯০ শতাংশ। কোহলি-বাবর, আফ্রিদি-বুমরার দ্বৈরথ গড়াতে পারে রিজার্ভ ডেতে। সুপার ফোরে ভারতের প্রথম ম্যাচ। পাকিস্তান যদিও বাংলাদেশকে হারিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে।

এদিকে আজকের ম্যাচটি ভারত ও পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত আজকে জয় পেলে ফাইনালে যাওয়ার রেসে টিকে থাকবে। অন্যদিকে পাকিস্তান ম্যাচটিতে জয় তুলে নিয়ে বলা যায় প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করবে।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছেন, আমরা পাকিস্তান এবং শ্রীলঙ্কায় যেভাবে ধারাবাহিক ক্রিকেট খেলছি, সেটি দেখে আপনি বলতে পারেন, আমরা তাদের (ভারতের থেকে) চেয়ে এগিয়ে আছি।

পাকিস্তান কেন এগিয়ে, সেই ব্যাখ্যাও দিয়েছেন বাবর। তার ভাষ্যমতে, আমরা গত দুই মাস ধরে শ্রীলংকায় খেলছি। আমরা টেস্ট খেলেছি, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছি এবং লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলেছি। সেটা বিবেচনায় আমরাই এগিয়ে আছি।

ভারতের ক্রিকেটার শুভমান গিল বলেন, বৃষ্টি আমাদের হাতে নেই। নিজেদের দিকে ফোকাস রাখছি। অন্য দলের মত একই পরিকল্পনা থাকবে পাকিস্তান ম্যাচে।

উল্লেখ্য, গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো ভারত এবং পাকিস্তান। ওই ম্যাচে জয় হয়েছিলো বৃষ্টির। প্রথমে ব্যাট করতে নেমে ভারত সংগ্রহ করেছিলো ২৬২ রান। জবাব দিতে নামারই সুযোগ পায়নি পাকিস্তান। বৃষ্টিতে ভেসে যায় পুরো ম্যাচ। ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: ১৮/৩, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান। লাইসেন্স নং : TRAD/DNCC/154868/2022