আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ

এইচ এম কাওসার মাদবর জেলা প্রতিনিধি, বরগুনা
আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ
ছবি: প্রতিনিধি

বরগুনার আমতলীতে ছাগল বাধার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের মা ও ছেলে আহত হয়েছেন। অহতরা হলেন রাজা খানের পুত্র বশির (৩৫) ও তার স্ত্রী তাসলিমা বেগম (৬৫)।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৪ টা দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ছোনাউডা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মামুন, রাকিব ও আহত বশির সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মামুনের ছাগল চাষ করা ঘাসের জমিতে প্রবেশ করলে মামুনকে ছাগল বেঁধে রাখতে বলা হয়। মামুন এই কথায় ক্ষিপ্ত হয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে একপর্যায়ে মামুন, রাকিব ও রাকিবের শ্যালক রায়হান লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তাসলিমা বেগম ও বশির আহত হন।

অভিযুক্ত মামুনের সাথে কথা হলে তিনি জানান, বসিরের খেতে ছাগল গিয়েছে এটা সত্য এবং আমার ভাই রাকিবও আহত হয়েছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী চিকিৎসক কাঙ্খিতা মন্ডল তৃণা বলেন, বশির ও তার মা তাসলিমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ

আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ
ছবি: প্রতিনিধি

বরগুনার আমতলীতে ছাগল বাধার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের মা ও ছেলে আহত হয়েছেন। অহতরা হলেন রাজা খানের পুত্র বশির (৩৫) ও তার স্ত্রী তাসলিমা বেগম (৬৫)।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৪ টা দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ছোনাউডা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মামুন, রাকিব ও আহত বশির সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মামুনের ছাগল চাষ করা ঘাসের জমিতে প্রবেশ করলে মামুনকে ছাগল বেঁধে রাখতে বলা হয়। মামুন এই কথায় ক্ষিপ্ত হয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে একপর্যায়ে মামুন, রাকিব ও রাকিবের শ্যালক রায়হান লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তাসলিমা বেগম ও বশির আহত হন।

অভিযুক্ত মামুনের সাথে কথা হলে তিনি জানান, বসিরের খেতে ছাগল গিয়েছে এটা সত্য এবং আমার ভাই রাকিবও আহত হয়েছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী চিকিৎসক কাঙ্খিতা মন্ডল তৃণা বলেন, বশির ও তার মা তাসলিমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: ১৮/৩, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান। লাইসেন্স নং : TRAD/DNCC/154868/2022