বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ধর্মশালায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও টস জিতেছিল বাংলাদেশ।
একাদশে মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় শেখ মেহেদীকে খেলাচ্ছে বাংলাদেশ। এটাই একমাত্র পরিবর্তন। ইংল্যান্ডের হয়ে এই ম্যাচেও খেলছেন না স্টোকস। একাদশে নেই মঈন আলীও। তার পরিবর্তে খেলবেন পেসার রিস টপলি।
এর আগে, দুই দলের বিশ্বকাপ পরিসংখ্যান সমানে সমান। চারবারের মুখোমুখি দেখায় দুইটি করে জয় পেয়েছে বাংলাদেশ আর ইংল্যান্ড।