ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে নিহত ১০০০ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে নিহত ১০০০ ছাড়ালো
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবন। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় প্রায় ৭০০ ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজনকে অপহরণের জবাবে রোববার গাজা উপত্যকায় হামলা চালিয়ে কয়েকশ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। এতে উভয়পক্ষের ১ হাজার ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার।

ইসরায়েলের সেনবাহিনী জানিয়েছে, হামাসের হামলায় অন্তত ৭০০ ইসরায়েলি নিহত হয়েছেন। তাদের মধ্যে কেবল একটি সংগীত উৎসবে হামলায় নিহত হয়েছেন অন্তত ২৬০ জন।

ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, হামাসের গুরুত্বপূর্ণ লক্ষবস্তু লক্ষ্য করে বেশকিছু বিমান হামলা চালানো হয়েছে। এর মধ্যে জাবালিয়া এলাকার একটি মসজিদও রয়েছে যেটিকে হামাস যোদ্ধারা আক্রমণ চালানোর জন্য ব্যবহার করতো। এছাড়া হামাস নেভাল ফোর্সের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ভবনেও হামলা চালায় ইসরায়েল।

উল্লেখ্য, গত শনিবার ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামাসের আক্রমণের মধ্য দিয়ে কয়েক যুগ সময়ের ভেতর সবচেয়ে বড় ধরনের সহিংসতার সূত্রপাত হয়। রোববার (৮ অক্টোবর) রাতেও ইসরায়েলের দক্ষিণাঞ্চলের লক্ষবস্তুতে একে পর এক রকেট এসে আঘাত করে। এসব রকেট ছোড়া হয় অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি অবস্থানগুলো থেকে।

জাতিসংঘ জানিয়েছে সংঘাতে এক লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি তাদের বাড়িঘর হারিয়েছে। এর মধ্যে প্রায় ৭৪ হাজার মানুষ বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে।

সূত্র: রয়টার্স, বিবিসি

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে নিহত ১০০০ ছাড়ালো

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে নিহত ১০০০ ছাড়ালো
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবন। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় প্রায় ৭০০ ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজনকে অপহরণের জবাবে রোববার গাজা উপত্যকায় হামলা চালিয়ে কয়েকশ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। এতে উভয়পক্ষের ১ হাজার ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার।

ইসরায়েলের সেনবাহিনী জানিয়েছে, হামাসের হামলায় অন্তত ৭০০ ইসরায়েলি নিহত হয়েছেন। তাদের মধ্যে কেবল একটি সংগীত উৎসবে হামলায় নিহত হয়েছেন অন্তত ২৬০ জন।

ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, হামাসের গুরুত্বপূর্ণ লক্ষবস্তু লক্ষ্য করে বেশকিছু বিমান হামলা চালানো হয়েছে। এর মধ্যে জাবালিয়া এলাকার একটি মসজিদও রয়েছে যেটিকে হামাস যোদ্ধারা আক্রমণ চালানোর জন্য ব্যবহার করতো। এছাড়া হামাস নেভাল ফোর্সের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ভবনেও হামলা চালায় ইসরায়েল।

উল্লেখ্য, গত শনিবার ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামাসের আক্রমণের মধ্য দিয়ে কয়েক যুগ সময়ের ভেতর সবচেয়ে বড় ধরনের সহিংসতার সূত্রপাত হয়। রোববার (৮ অক্টোবর) রাতেও ইসরায়েলের দক্ষিণাঞ্চলের লক্ষবস্তুতে একে পর এক রকেট এসে আঘাত করে। এসব রকেট ছোড়া হয় অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি অবস্থানগুলো থেকে।

জাতিসংঘ জানিয়েছে সংঘাতে এক লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি তাদের বাড়িঘর হারিয়েছে। এর মধ্যে প্রায় ৭৪ হাজার মানুষ বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে।

সূত্র: রয়টার্স, বিবিসি

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।