কালকিনিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

,
কালকিনিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
কালকিনি থানা, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে চোর সন্দেহে মো. আজিজুল শিকদার (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত আজিজুল শিকদার পৌরসভা এলাকার পাঙ্গাশিয়া গ্রামের রহিম শিকদারের ছেলে।

বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলার সিডিখান এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আজিজুল একটি ব্যাটারী চালিত ভ্যান নিয়ে পৌর এলাকার মাছ বাজার থেকে সিডিখান এলাকার উদ্দেশ্যে রওনা দেন। তিনি সিডিখানের নোয়াব আলী সড়কের কাছে পৌঁছলে স্থানীয়রা তাকে চোর সন্দেহে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রাখে।

পরে গুরুতর আহত অবস্থায় আজিজুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তিনি মারা যান।

এ ব্যাপরে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। তবে নিহতের পরিবার মামলা দিলে তা নেয়া হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কালকিনিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কালকিনিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
কালকিনি থানা, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে চোর সন্দেহে মো. আজিজুল শিকদার (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত আজিজুল শিকদার পৌরসভা এলাকার পাঙ্গাশিয়া গ্রামের রহিম শিকদারের ছেলে।

বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলার সিডিখান এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আজিজুল একটি ব্যাটারী চালিত ভ্যান নিয়ে পৌর এলাকার মাছ বাজার থেকে সিডিখান এলাকার উদ্দেশ্যে রওনা দেন। তিনি সিডিখানের নোয়াব আলী সড়কের কাছে পৌঁছলে স্থানীয়রা তাকে চোর সন্দেহে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রাখে।

পরে গুরুতর আহত অবস্থায় আজিজুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তিনি মারা যান।

এ ব্যাপরে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। তবে নিহতের পরিবার মামলা দিলে তা নেয়া হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।