নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী গ্রামে ১৮তম ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় চাচুড়ী বিলের দু’ পাড়ে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এ নৌকা বাইচ অনুষ্টিত হয়। চাচুড়ী উত্তর পাড়া যুব সংঘের আয়োজনে এ নৌকা বাইচ প্রতিযোগীতায় ১২ টি নৌকা অংশ গ্রহন করে।
নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রথম হয়েছে দাড়িয়াঘাটার নিতাই সাধুর নৌকা, দ্বিতীয় ডহর চাচুড়ী গ্রামের নবীর গাজী, তৃতীয় চাচুড়ীর আকবার ও চতুর্থ হয়েছে ডহর চাচুড়ীর ফরহাদের নৌকা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় অতিরিক্ত সচিব (অবঃ) নিশ্চিন্ত কুমার পোদ্দার, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক খান রবিউল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক আশিষ ভট্টাচার্যসহ স্থানীয় নেতৃবৃন্দ।