কিশোরগঞ্জের কটিয়াদীতে ২৫ কেজি গাঁজাসহ আক্কাছ আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে কটিয়াদী থানা পুলিশ। আটককৃত ৪ মামলার আসামী জেলার কটিয়াদী উপজেলার পশ্চিম সহশ্রাম এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে একটার দিকে কটিয়াদীর পশ্চিম সহশ্রাম এলাকায় ধনু মিয়ার ফিশারির পাড়ে গাঁজা বিক্রি করার সময় অভিযান পরিচালনা করে কটিয়াদী গচিহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ আটক করে।
জানা যায়, কটিয়াদী থানার গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্র মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আক্তারুজ্জামান খান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় এসআই মো. আব্দুর রাজ্জাক, এএসআই মো. শামীম আহম্মেদ ও অন্যান্য অফিসার-ফোর্সের সহায়তায় আক্কাছ আলীকে
প্লাস্টিকের সাদা বস্তার ভেতর নীল পলিথিন দিয়ে মোড়ানো ২৫ কেজি গাঁজাসহ আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।
স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা জানান, মো. আক্কাছ আলী এলাকার স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রসহ তরুণ-যুবক সমাজকে বিপদগামী করছে।
এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত মো. আক্কাছ আলীকে বিধি মোতাবেক বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।