খুলনায় পুলিশ সদস্যের মায়ের রহস্যজনক মৃত্যু

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
খুলনায় পুলিশ সদস্যের মায়ের রহস্যজনক মৃত্যু
ফাইল ফটো

খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত কনস্টেবল শুভেন্দ্র দাসের মা অনিমা দাসের (৬৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া ফরিদ মোল্লার মোড় এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অনিমা দাস বাগেরহাট জেলার ফকিরহাটের বেতাগা গ্রামের মৃত সুধাংশু দাসের স্ত্রী। তার রহস্যজনক মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, অনিমা দাস তার আট বছরের নাতি তীর্থকে নিয়ে ভাড়া থাকতেন ফরিদ মোল্লার মোড়ের খান মঞ্জিলে। সকালে শুভেন্দ্রকে তার বোন ফোন করে জানায় তার মা ফোন রিসিভ করছে না।

তিনি বলেন, খবর পেয়ে শুভেন্দ্র বাড়িতে গিয়ে মায়ের মরদেহ দেখতে পান। থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, বিছানার ওপর পড়ে থাকা মরদেহের নাক-মুখ রক্তাক্ত ছিল। এছাড়া, তার গলা ও কানের স্বর্ণালংকার এবং আলমারিতে থাকা গহনা পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

খুলনায় পুলিশ সদস্যের মায়ের রহস্যজনক মৃত্যু

খুলনায় পুলিশ সদস্যের মায়ের রহস্যজনক মৃত্যু
ফাইল ফটো

খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত কনস্টেবল শুভেন্দ্র দাসের মা অনিমা দাসের (৬৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া ফরিদ মোল্লার মোড় এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অনিমা দাস বাগেরহাট জেলার ফকিরহাটের বেতাগা গ্রামের মৃত সুধাংশু দাসের স্ত্রী। তার রহস্যজনক মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, অনিমা দাস তার আট বছরের নাতি তীর্থকে নিয়ে ভাড়া থাকতেন ফরিদ মোল্লার মোড়ের খান মঞ্জিলে। সকালে শুভেন্দ্রকে তার বোন ফোন করে জানায় তার মা ফোন রিসিভ করছে না।

তিনি বলেন, খবর পেয়ে শুভেন্দ্র বাড়িতে গিয়ে মায়ের মরদেহ দেখতে পান। থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, বিছানার ওপর পড়ে থাকা মরদেহের নাক-মুখ রক্তাক্ত ছিল। এছাড়া, তার গলা ও কানের স্বর্ণালংকার এবং আলমারিতে থাকা গহনা পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: ১৮/৩, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান। লাইসেন্স নং : TRAD/DNCC/154868/2022