সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রাণীর জেনেটিক এবং প্রেগন্যান্সির উপরে বিশেষ কর্মশালা।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে এই ওয়ার্কশপে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) এর প্রভাষক ড. মোঃ আব্দুস সবুর তালুকদার। এসময় তিনি “Maternal & recognition of pregnancy in cattle & pregnancy specific Regulation of lysosomal cathepsins in pregnant bovine leucocytes” বিষয়ের উপরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন বলেন, লেখাপড়া পাশপাশি গবেষণা প্রয়োজনীয় একটি অংশ। সেমিনারে প্রধান আলোচককে ধন্যবাদ তার এমন গবেষণা ও অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।” এছাড়া তিনি সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারী রিসার্চ এর পরিচালকের উদ্দেশ্যে বলেন এই ধরনের সেমিনারে আয়োজন নিয়মিত করার আহবান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড জহিরুল ইসলাম খান বলেন, কোরআন শরীফ আল্লাহ তায়ালা বলেছেন সৃষ্টি কে সারা পৃথিবীতে খুঁজে বেড়াও। সৃষ্টি কে জানার জন্য বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন। আসছে নভেম্বর মাসে এরো একটি ওয়ান হেলথ উপর সেমিনারে আয়োজন করা হবে। আশা করি সবাই সেই সেমিনারে উপস্থিত থাকবেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম, রেজিস্ট্রার এস তাসাদ্দেক আহমেদ, বিভিন্ন বিভাগীয় প্রধান ও শিক্ষক ও ভেটেরিনারি অনুষদের ৭ম ও ৮ম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।