গাজায় ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ, রেহাই পায়নি রেড ক্রিসেন্ট-জাতিসংঘ ভবনও

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
গাজায় ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ, রেহাই পায়নি রেড ক্রিসেন্ট-জাতিসংঘ ভবনও
গাজায়

হামাসের হামলার জবাবে গাজায় নির্বিচার বোমাবর্ষণ করছে ইসরায়েল। সেই হামলা থেকে রক্ষা পায়নি সেখানে অবস্থিত রেড ক্রিসেন্টের সদর দপ্তরও।

বুধবার (১১ অক্টোবর) ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, উত্তর গাজা উপত্যকায় রেড ক্রিসেন্টের সদর দপ্তরে ইসরায়েলি বিমান বোমাবর্ষণ করেছে। সেখানে এখন উদ্ধার তৎপরতা চলছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর জানা যায়নি।

এছাড়া রেড ক্রিসেন্টের একটি অ্যাম্বুলেন্সেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৩ জন প্যারামেডিক নিহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি বিমান হামলা থেকে রেহাই পায়নি জাতিসংঘ ভবনও। পাশের ভবনে চালানো বিমান হামলায় জাতিসংঘ ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকায় সংস্থাটির ১৮টি ভবন রয়েছে বলে জানা গেছে।

গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউএনআরডব্লিউএ বুধবার (১১ অক্টোবর) সামাজিকযোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, শনিবার থেকে গাজায় ইসরায়েলি বোমা হামলায় জাতিসংঘের ৯ জন কর্মী নিহত হয়েছেন। আন্তর্জাতিক যুদ্ধ আইন অনুসরণ করে বেসামরিক নাগরিকদের নিরাপদ রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী কোনো নির্দিষ্ট এলাকা, ভবন বা প্রতিষ্ঠান লক্ষ্য করে নয়; বরং আশেপাশের সব এলাকা ধ্বংস করে চলেছে। সামরিক বিশেজ্ঞরা ধারণা করছেন, ইসরায়েল স্থল আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। স্থল আক্রমণের প্রস্তুতি হিসেবেই গাজার প্রধান সড়ক ও এলাকাগুলো নির্বিচার বিমান হামলা চালিয়ে ধ্বংস করা হচ্ছে।

এমনকি উপকূলেও গত ২৪ ঘণ্টায় গোলাবর্ষণ জোরদার করেছে ইসরায়েল। সমুদ্র থেকেও বড় ধরনের হামলা চালানো হতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

সোমবার থেকে গাজা সম্পূর্ণ অবরোধ রেখেছে ইসরায়েল। সেখানে গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া খাবার, ওষুধ ও ত্রাণসামগ্রী প্রবেশেও বাধা দিচ্ছে ইসরায়েল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

গাজায় ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ, রেহাই পায়নি রেড ক্রিসেন্ট-জাতিসংঘ ভবনও

গাজায় ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ, রেহাই পায়নি রেড ক্রিসেন্ট-জাতিসংঘ ভবনও
গাজায়

হামাসের হামলার জবাবে গাজায় নির্বিচার বোমাবর্ষণ করছে ইসরায়েল। সেই হামলা থেকে রক্ষা পায়নি সেখানে অবস্থিত রেড ক্রিসেন্টের সদর দপ্তরও।

বুধবার (১১ অক্টোবর) ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, উত্তর গাজা উপত্যকায় রেড ক্রিসেন্টের সদর দপ্তরে ইসরায়েলি বিমান বোমাবর্ষণ করেছে। সেখানে এখন উদ্ধার তৎপরতা চলছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর জানা যায়নি।

এছাড়া রেড ক্রিসেন্টের একটি অ্যাম্বুলেন্সেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৩ জন প্যারামেডিক নিহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি বিমান হামলা থেকে রেহাই পায়নি জাতিসংঘ ভবনও। পাশের ভবনে চালানো বিমান হামলায় জাতিসংঘ ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকায় সংস্থাটির ১৮টি ভবন রয়েছে বলে জানা গেছে।

গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউএনআরডব্লিউএ বুধবার (১১ অক্টোবর) সামাজিকযোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, শনিবার থেকে গাজায় ইসরায়েলি বোমা হামলায় জাতিসংঘের ৯ জন কর্মী নিহত হয়েছেন। আন্তর্জাতিক যুদ্ধ আইন অনুসরণ করে বেসামরিক নাগরিকদের নিরাপদ রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী কোনো নির্দিষ্ট এলাকা, ভবন বা প্রতিষ্ঠান লক্ষ্য করে নয়; বরং আশেপাশের সব এলাকা ধ্বংস করে চলেছে। সামরিক বিশেজ্ঞরা ধারণা করছেন, ইসরায়েল স্থল আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। স্থল আক্রমণের প্রস্তুতি হিসেবেই গাজার প্রধান সড়ক ও এলাকাগুলো নির্বিচার বিমান হামলা চালিয়ে ধ্বংস করা হচ্ছে।

এমনকি উপকূলেও গত ২৪ ঘণ্টায় গোলাবর্ষণ জোরদার করেছে ইসরায়েল। সমুদ্র থেকেও বড় ধরনের হামলা চালানো হতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

সোমবার থেকে গাজা সম্পূর্ণ অবরোধ রেখেছে ইসরায়েল। সেখানে গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া খাবার, ওষুধ ও ত্রাণসামগ্রী প্রবেশেও বাধা দিচ্ছে ইসরায়েল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।