চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পুকুরে পড়ে যাওয়া নিজের খেলনার গাড়ি তুলতে গিয়ে পানিতে ডুবে লাশ হলেন মুনতাসীর আলম আবির নামের দেড় বছর বয়সী এক শিশু। এতে পুকুরে পড়ে যাওয়া খেলনার গাড়িটি থাকলেও, পৃথিবী থেকে হারিয়ে গেছে শিশু আবির।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনা পাহাড় এলাকার হাজী মজিবুল হকে বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবির ঐ বাড়ির মজিবুল হকের নাতি এবং প্রবাসী বাবলুর শিশু পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মায়ের কাজের ব্যস্ততার ফাঁকে খেলার চলে পুকুর পাড়ে চলে যায় আবির। এসময় তার হাতে থাকা খেলনার গাড়িটি পুকুরে পড়ে গেলে সেটা তুলতে গিয়ে পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ কোথাও খুঁজে না পেলে পরবর্তীতে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরক চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঐ দিন আছরের নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজ উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে পানিতে পড়ে যাওয়া এক শিশুকে নিয়ে আসে তার স্বজনেরা। তবে শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু বরণ করেছে।