১০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজের অংশ হিসাবে ইউক্রেনের সেনাবাহিনীকে ইউরেনিয়ামযুক্ত গোলাবারুদ সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পরিকল্পনার নিন্দা জানিয়ে একে ‘অমানবিক’ আখ্যা দিয়েছে রাশিয়া।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার জানিয়েছেন, ১৭৫ কোটি ডলার মূল্যের একটি নতুন সামরিক প্যাকেজের অংশ হবে যুক্তরাষ্ট্রের তৈরি আব্রামস ট্যাঙ্কগুলির জন্য ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম গোলাবারুদ। এর পাশাপাশি জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল, কৌশলগত এয়ার নেভিগেশন সিস্টেম এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম প্যাকেজের অন্তর্ভুক্ত রয়েছে।
যুক্তরাজ্য চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনে ইউরেনিয়াম অস্ত্রশস্ত্র পাঠিয়েছে। তবে এবারাই প্রথম ইউক্রেনে বিতর্কিত আর্মার ছিদ্রকারী গোলা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি যুদ্ধক্ষেত্রে এই ধরনের অস্ত্রের ব্যবহার নিয়ে বিতর্ক সৃষ্টি করবে। অবশ্য এর আগে যুক্তরাষ্ট্র বিতর্কিত ক্লাস্টার বোমা সরবরাহ করেছিল ইউক্রেনকে।
ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, ‘ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম অস্ত্র সরবরাহ করার প্রশাসনের সিদ্ধান্ত অমানবিকতার একটি সূচক।’
দূতাবাস আরও বলেছে, স্পষ্টতই, ‘কৌশলগত পরাজয় ঘটানোর ধারণার সাথে, ওয়াশিংটন শুধুমাত্র সর্বশেষ ইউক্রেনীয়কেই নয়, পুরো প্রজন্মকে ধ্বংস করার জন্যও প্রস্তুত। যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে নির্বিচারে হত্যার অস্ত্র হস্তান্তর করছে।’