প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের পদত্যাগের আন্দোলন করে লাভ নেই। জনগণ আমাদের সাথে আছে, তারাই বড় শক্তি।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত ১৫০ সেতু উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আন্দোলন করলে আপত্তি নেই, কিন্তু বিএনপি যদি আবার আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু করে তাহলে কঠোরভাবে দমন করা হবে।
এ সময় প্রধানমন্ত্রী জানান, বাণিজ্য খাতে উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এশিয়ান হাইওয়ে এশিয়ান রেলওয়ের সঙ্গে যুক্ত হওয়াই আমাদের পরবর্তী টার্গেট।