“জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে,উপজেলা নির্বাহি অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,বিশেষ অতিথীর বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম ।
এছাড়াও মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,ইউ আর সি ইন্সট্রাক্টার আবিদুল হাসান,ইউপি চেয়ারম্যান,আবুল হোসেন,আবুল কালাম,আব্দুল বারি,আবুল কাশেম,শরৎ চন্দ্র রায়,প্রেসক্লাব সাবেক সভাপতি কুশমত আলী,ইউনিয়ন সচিব দবিরুল ইসলাম,পৌর কাউন্সিলর মতিউর রহমান,ইউনিয়ন পরিষদের সচিবগন,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিকরাসহ সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন ৷