জাদেজার ঘূর্ণিতে বিপর্যয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
জাদেজার ঘূর্ণিতে বিপর্যয়ে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া

বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমে ইনিংসের শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর শুরুর সেই চাপ সামলেও উঠেছিল তারা। মাঝে ওয়ার্নার সাজঘরে ফিরে গেলেও একপর্যায়ে ২ উইকেটে দলীয় শতক ছাড়িয়ে যায় অজিরা। কিন্তু ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩০ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ১১৯ রান। গ্লেন ম্যাক্সওয়েল ৪ ও ক্যামেরুন গ্রিন ০ রানে ব্যাট করছেন। জাদেজার একাই ৩ উইকেট শিকার করেছেন।

রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। এদিন ওপেনিংয়ে নেমে ব্যর্থ হয়েছেন ওপেনিংয়ে নামা মিচেল মার্শ।

ইনিংসের তৃতীয় ওভারেই দলকে সাফল্য এনে দেন পেসার জসপ্রীত বুমরাহ। রানের খাতা খোলার আগেই মিচেল মার্শকে প্যাভিলিয়নে ফেরান আনপ্লেয়েবেল এক বলে। স্লিপে দুর্দান্ত এক ক্যাচ নেন বিরাট কোহলি। এতে শূন্য হাতে প্যাভিলিয়নে ফেরেন ডানহাতি এই ব্যাটার।

সেখান থেকে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের ব্যাটে শুরুর সেই ধাক্কা সামলে ম্যাচে ফেরার চেষ্টা করে অজিরা। দ্বিতীয় উইকেটে তারা দুজনে মিলে ৬৯ রানের জুটি গড়েন। তবে দলীয় ৭৪ রানের মাথায় কুলদ্বীপ যাদবের বলে তাকেই ক্যাচ তুলে দেন ওয়ার্নার। এতে ৫২ বলে ৪২ রানে বিদায় নেন বাঁহাতি এই ব্যাটার।

এরপর মার্নাস ল্যাবুশেনকে নিয়ে দলকে এগিয়ে যাচ্ছিলেন স্মিথ। তাদের জুটিতে দলীয় শতকও ছাড়িয়ে যায় অস্ট্রেলিয়া, স্মিথও ব্যক্তিগত ফিফটির পথে এগিয়ে যাচ্ছিলেন। তবে অস্ট্রেলিয়ার সামনে বাঁধা হয়ে দাঁড়ান রবীন্দ্র জাদেজা। বাঁহাতি এই স্পিনার দ্রুতই ৩ উইকেট তুলে নেন। স্মিথ ৪৬, ল্যাবুশেন ২৭ ও অ্যালেক্স ক্যারি ০ হাতেই বিদায় নেন। এতে ১১০ রানে ২ উইকেট থেকে ১১৯ রানেই ৫ উইকেট হারিয়ে বসে তারা।

এদিকে ডেঙ্গু আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না ভারতীয় ব্যাটার শুভমান গিলের। অপরদিকে ম্যাচের আগের দিন চোট পেলেও সেটি থেকে সেরে ওঠায় অজিদের একাদশে জায়গা করে নিয়েছেন অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশেইন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচভেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হেইজলউড।

ভারত একাদশ : রোহিত শর্মা, ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াশ আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন আশ্বিন, জশপ্রিত বুমরাহ, কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাদেজার ঘূর্ণিতে বিপর্যয়ে অস্ট্রেলিয়া

জাদেজার ঘূর্ণিতে বিপর্যয়ে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া

বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমে ইনিংসের শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর শুরুর সেই চাপ সামলেও উঠেছিল তারা। মাঝে ওয়ার্নার সাজঘরে ফিরে গেলেও একপর্যায়ে ২ উইকেটে দলীয় শতক ছাড়িয়ে যায় অজিরা। কিন্তু ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩০ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ১১৯ রান। গ্লেন ম্যাক্সওয়েল ৪ ও ক্যামেরুন গ্রিন ০ রানে ব্যাট করছেন। জাদেজার একাই ৩ উইকেট শিকার করেছেন।

রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। এদিন ওপেনিংয়ে নেমে ব্যর্থ হয়েছেন ওপেনিংয়ে নামা মিচেল মার্শ।

ইনিংসের তৃতীয় ওভারেই দলকে সাফল্য এনে দেন পেসার জসপ্রীত বুমরাহ। রানের খাতা খোলার আগেই মিচেল মার্শকে প্যাভিলিয়নে ফেরান আনপ্লেয়েবেল এক বলে। স্লিপে দুর্দান্ত এক ক্যাচ নেন বিরাট কোহলি। এতে শূন্য হাতে প্যাভিলিয়নে ফেরেন ডানহাতি এই ব্যাটার।

সেখান থেকে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের ব্যাটে শুরুর সেই ধাক্কা সামলে ম্যাচে ফেরার চেষ্টা করে অজিরা। দ্বিতীয় উইকেটে তারা দুজনে মিলে ৬৯ রানের জুটি গড়েন। তবে দলীয় ৭৪ রানের মাথায় কুলদ্বীপ যাদবের বলে তাকেই ক্যাচ তুলে দেন ওয়ার্নার। এতে ৫২ বলে ৪২ রানে বিদায় নেন বাঁহাতি এই ব্যাটার।

এরপর মার্নাস ল্যাবুশেনকে নিয়ে দলকে এগিয়ে যাচ্ছিলেন স্মিথ। তাদের জুটিতে দলীয় শতকও ছাড়িয়ে যায় অস্ট্রেলিয়া, স্মিথও ব্যক্তিগত ফিফটির পথে এগিয়ে যাচ্ছিলেন। তবে অস্ট্রেলিয়ার সামনে বাঁধা হয়ে দাঁড়ান রবীন্দ্র জাদেজা। বাঁহাতি এই স্পিনার দ্রুতই ৩ উইকেট তুলে নেন। স্মিথ ৪৬, ল্যাবুশেন ২৭ ও অ্যালেক্স ক্যারি ০ হাতেই বিদায় নেন। এতে ১১০ রানে ২ উইকেট থেকে ১১৯ রানেই ৫ উইকেট হারিয়ে বসে তারা।

এদিকে ডেঙ্গু আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না ভারতীয় ব্যাটার শুভমান গিলের। অপরদিকে ম্যাচের আগের দিন চোট পেলেও সেটি থেকে সেরে ওঠায় অজিদের একাদশে জায়গা করে নিয়েছেন অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশেইন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচভেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হেইজলউড।

ভারত একাদশ : রোহিত শর্মা, ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াশ আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন আশ্বিন, জশপ্রিত বুমরাহ, কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।