জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৭ বছর পর শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন আয়োজনের লক্ষ্যে প্রতিটি হলে কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে।
আজ সোমবার ( ১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হলের কমন রুমে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই কর্মীসভা শুরু হয়। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন সহ প্রায় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
হল ইউনিট ছাত্রলীগের সভাপতি প্রার্থী হাসনাত হাসান প্রাচুর্য ও মহিবুল্লাহ সরকার প্রান্ত এবং সাধারণ সম্পাদক প্রার্থী আরিফুজ্জামান সেজানের সঞ্চালনায় কর্মীসভায় ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তব্যে নেতারা বলেন, ছাত্রলীগ একটি আদর্শ সংগঠন। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে এর কর্মীরা দেশরত্ন শেখ হাসিনার হয়ে স্ব স্ব জায়গা থেকে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে ২০২৪ সালে ব্যালট বিপ্লবের মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রীকেই আবারো আমরা ক্ষমতায় দেখতে চাই।
দীর্ঘ সাত বছর পর কর্মীসভা করায় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা দাবি জানান, কর্মীসভার মাধ্যমে যেন যোগ্য ব্যাক্তিকেই হলের দায়িত্ব দেয়া হয় এবং প্রতিটি ছাত্রলীগের কর্মী যেনো তাদের পূর্ন পরিচয় পায়।
এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, আজকের কর্মীসভায় নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস, প্রাণচঞ্চল্য সৃষ্টি হয়েছে তা প্রমাণ করে কর্মীসভা সফল হয়েছে। সকলের বক্তব্যে দেশরত্ন শেখ হাসিনার প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে, দেশের উন্নয়নের ধারা চলমান রাখতে সামনেও আমাদের দেশরত্ন শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে হবে।
এসময় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল বলেন, সামনে যারা হলের নেতৃত্বে আসবেন তারা সবসময় সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকার চেষ্টা করবেন। যে সমৃদ্ধির পথে বাংলাদেশএগিয়ে যাচ্ছে সেটা চলমান রাখতে আমাদের দেশরত্ন শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে হবে।