govlogo

পদ্মা ও মেঘনার নামেই দু’টি বিভাগ চূড়ান্ত

আগের সংবাদ
az 1 4

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পরিবেশের ক্ষতি করা যাবে না: প্রধানমন্ত্রী

পরের সংবাদ

জ্বালানি উৎপাদন বাড়ানোর আলোচনা অস্বীকার সৌদি মন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট ঢাকা

প্রকাশিত: ২০২২-১১-২২ , ২:১৯ অপরাহ্ণ
আপডেট: ২০২২-১১-২২ , ১১:৪৪ অপরাহ্ণ
Abdul Aziz bin Salman

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ‘জ্বালানি উৎপাদন বাড়ানো’র বিষয়টি অস্বীকার করেছেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান। সৌদি প্রেস অ্যাজেন্সি এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব সম্প্রতি ওপেক প্লাস দেশগুলোর সাথে প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল জ্বালানি উৎপাদন বাড়ানোর ব্যাপারে আলোচনা করছে।

জ্বালানি মন্ত্রী বলেন, ‘বৈঠকের আগে ওপেক প্লাস কোনো সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করে না, এতে গোপন করার কিছু নেই।’

যুবরাজ আব্দুল আজিজ বলেন, ‘সংস্থাটি ২০২৩ সালের শেষ পর্যন্ত দিনে দুই মিলিয়ন ব্যারেল জ্বালানি কম উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি বলেন, ‘সরবরাহ এবং চাহিদার মধ্যে ভারসাম্য রাখতে যদি আবারো উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিতে হয়, তাহলে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে আমরা প্রস্তুত আছি।’

সূত্র : আরব নিউজ

মন্তব্য করুন

যে মন্তব্যগুলো খবরের বিষয়বস্তুর সাথে মিল আছে এবং আপত্তিজনক হবে না সেই মন্তব্যগুলোই দেখানো হবে। প্রকাশিত মন্তগুলো পাঠকের নিজস্ব মতামত। পাঠকের কোন মন্তব্যের জন্য AZnewsbd কোন দায়ভার গ্রহণ করবে না।

জনপ্রিয়