বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। ৯ উইকেটের জয় তুলে নিয়ে আসর শুরু করেছে কিউইরা। আজ সোমবার দ্বিতীয় ম্যাচেও দারুণ অবস্থায় আছে দলটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৭ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৯০ রান।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামতে হয়েছে নিউজিল্যান্ডকে। এ ম্যাচেও নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছাড়া খেলছে কিউইরা। দলটি একাদশে এনেছে একটি পরিবর্তন। জেমস নিশামের পরিবর্তে একাদশে ঢুকেছেন লকি ফার্গুসন।
নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ বোলিংয়ের পরেও হেরে যায় নেদারল্যান্ডস। আজ তাদের শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম ব্রেকথ্রু পাওয়ার আগেই কিউইরা স্কোরবোর্ডে তুলে ফেলে ৬৭ রান। অভিজ্ঞ ভ্যান ডার মেরওয়ে ফেরান আগের ম্যাচে ১৫০ রানের ইনিংস খেলা ডেভন কনওয়েকে। আজ ৩২ রান করে ফিরেছেন এই বাঁহাতি ওপেনার।