ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে সম্পদ কুমার (৬) ও মহা রানী (৪) নামে নিজ দুই সন্তানের মৃত্যুর খবর পাওয়া গেছে।এ ঘটনায় মৃতের পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলায় সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু সদর উপজেলা সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী এলাকার শ্রী দয়াল চন্দ্র বর্মনের সন্তান।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায় যে, সকালে নিহতের বাবা মা মাঠে কাজ করতে যাই। সঙ্গে তাদের বাচ্চা দুটিকে নিয়ে যাই। তারা মাঠে কাজ করার সময় বাচ্চা দুটি খেলতে খেলতে হঠাৎ করে পুকুরে পড়ে যায়। এসময় অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে এক পর্যায়ে পুকুরে খুঁজে পাই। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু দুটি। এঘটনায় নিহতের পরিবার সহ আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রুহিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি দুঃখজনক,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।