ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শক খেয়ে সাইয়াজ (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।
১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার ৩ নং খনগাঁও ইউনিয়নের শিমুল বাড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। সাইয়াজ শিমুল বাড়ি গ্রামের আসাদ আলীর ছেলে ও শিমুল বাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায় যে, তাদের পুরাতন বাড়ি ভেঙে নতুন বাড়ির কাজ চলায় বাড়ির বিদ্যুৎ সংযোগটি পার্শ্বে একটি গাছের সাথে জড়িয়ে রাখা হয়। সাইয়াজ আজ দুপুরে ঐ তারের সাথে জড়িয়ে পড়লে এতে বৈদ্যুতিক শক লেগে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।