নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস নানান কৌশল খাটিয়ে অনেক টাকার মালিক হয়েছেন ঠিকই, কিন্তু তার মধ্যে কোনো সততা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
এ সময় বিএনপির উদ্দেশে তিনি বলেন, বিএনপি অপারেশন ক্লিনহাট চালিয়ে এ দেশের শত শত মানুষকে হত্যা করেছে। তারা আন্দোলনের নামে হেফাজতে ইসলামকে রাস্তায় নামিয়ে নিজেরা ঘরে বসে ছিল।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার।
তিনি বলেন, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের কথা আমরা ভুলিনি। সেবার জামায়াত-বিএনপি বিভিন্ন কেন্দ্রে ভোট প্রদানে বাধাসহ ককটেল নিক্ষেপ এবং আগুন জালিয়ে লুটপাট করেছিল। কিন্তু এবার সে সুযোগ নেই। এবার যদি কেউ নির্বাচনে বাধা দিতে আসে তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।