ঢাবিতে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ছাত্র ফ্রন্টের সমাবেশ

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
ঢাবিতে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ছাত্র ফ্রন্টের সমাবেশ
ছাত্র ফ্রন্টের সমাবেশ

গাজাসহ ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা ও নৃশংসতা রুখতে সংহতি জানিয়ে এবং মার্কিন সাম্রাজ্যবাদ ইসরায়েলি জায়নবাদের অবসান চেয়ে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বুধবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সাধারণ সম্পাদক সোহাইল আহমেদ শুভ বলেন, এটা নতুন কোনো সংকট নয় বরং এটা বহু বছর ধরে আমরা দেখে আসছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে আমেরিকান সাম্রাজ্যবাদ চলছে। আজ পুঁজিবাদী আর্থ সামাজিক ব্যবস্থায় বাজার দখলের লড়াই চলছে। তারই ধারাবাহিকতায় আজকে আমেরিকা অপরাধী ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। আমরা তার নিন্দা জানাতে এবং ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানাতে আমরা এখানে দাঁড়িয়েছি।

কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুস্মিতা মরিয়ম বলেন, আমাদের সমাবেশে হয়ত যুদ্ধ থামবে না বা ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বোমা হামলা কমবে না কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব থেকেই আমরা এখানে দাঁড়িয়েছি। মানুষ বলে হামাস নাকি তাদের ওপর হামলা চালিয়েছে। কিন্তু এদিকে দীর্ঘদিন ধরে ইসরায়েল ফিলিস্তিনের জমি দখল করে বসবাস করে আসছে। বছরের পর বছর ধরে তারা বোমা হামলা চালিয়ে যাচ্ছে। নিরপরাধ মানুষ, নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করছে। আজকে ফিলিস্তিনের মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে।

তিনি বলেন, একসময় পাকিস্তান এদেশে দুঃশাসন চালিয়েছিল। সেখানেও আমেরিকা পাকিস্তানের পক্ষে নিয়েছিল। আজকে গণতন্ত্রের বুলি আওড়ানো বাইডেন প্রশাসন ইসরায়েলের পক্ষে অস্ত্র পাঠাচ্ছে। আজকে তারা আফ্রিকার সব সম্পদ লুট করে আফ্রিকাকে দারিদ্রের চরম সীমায় পৌঁছে দিয়েছে। আজকে ইসরায়েলের হামলা ঠেকানোর জন্য কেউ যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে না বরং তাদের সাহায্যে পাঠানো হচ্ছে। কারণ ইসরায়েলের অর্থনীতি বিশাল। এখানে গাজার মানুষ অসহায়। আজকে পুঁজি ও মুনাফার স্বার্থে আমেরিকা এসব কূটচাল চালাচ্ছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ঢাবিতে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ছাত্র ফ্রন্টের সমাবেশ

ঢাবিতে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ছাত্র ফ্রন্টের সমাবেশ
ছাত্র ফ্রন্টের সমাবেশ

গাজাসহ ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা ও নৃশংসতা রুখতে সংহতি জানিয়ে এবং মার্কিন সাম্রাজ্যবাদ ইসরায়েলি জায়নবাদের অবসান চেয়ে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বুধবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সাধারণ সম্পাদক সোহাইল আহমেদ শুভ বলেন, এটা নতুন কোনো সংকট নয় বরং এটা বহু বছর ধরে আমরা দেখে আসছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে আমেরিকান সাম্রাজ্যবাদ চলছে। আজ পুঁজিবাদী আর্থ সামাজিক ব্যবস্থায় বাজার দখলের লড়াই চলছে। তারই ধারাবাহিকতায় আজকে আমেরিকা অপরাধী ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। আমরা তার নিন্দা জানাতে এবং ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানাতে আমরা এখানে দাঁড়িয়েছি।

কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুস্মিতা মরিয়ম বলেন, আমাদের সমাবেশে হয়ত যুদ্ধ থামবে না বা ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বোমা হামলা কমবে না কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব থেকেই আমরা এখানে দাঁড়িয়েছি। মানুষ বলে হামাস নাকি তাদের ওপর হামলা চালিয়েছে। কিন্তু এদিকে দীর্ঘদিন ধরে ইসরায়েল ফিলিস্তিনের জমি দখল করে বসবাস করে আসছে। বছরের পর বছর ধরে তারা বোমা হামলা চালিয়ে যাচ্ছে। নিরপরাধ মানুষ, নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করছে। আজকে ফিলিস্তিনের মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে।

তিনি বলেন, একসময় পাকিস্তান এদেশে দুঃশাসন চালিয়েছিল। সেখানেও আমেরিকা পাকিস্তানের পক্ষে নিয়েছিল। আজকে গণতন্ত্রের বুলি আওড়ানো বাইডেন প্রশাসন ইসরায়েলের পক্ষে অস্ত্র পাঠাচ্ছে। আজকে তারা আফ্রিকার সব সম্পদ লুট করে আফ্রিকাকে দারিদ্রের চরম সীমায় পৌঁছে দিয়েছে। আজকে ইসরায়েলের হামলা ঠেকানোর জন্য কেউ যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে না বরং তাদের সাহায্যে পাঠানো হচ্ছে। কারণ ইসরায়েলের অর্থনীতি বিশাল। এখানে গাজার মানুষ অসহায়। আজকে পুঁজি ও মুনাফার স্বার্থে আমেরিকা এসব কূটচাল চালাচ্ছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।