ডিএসসিসিতে ডেঙ্গু রোগী সংখ্যা দৈনিক ৫০-৫৪ জনে সীমাবদ্ধ রয়েছে : তাপস

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
ডিএসসিসিতে ডেঙ্গু রোগী সংখ্যা দৈনিক ৫০-৫৪ জনে সীমাবদ্ধ রয়েছে : তাপস
ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস/সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা ৫০ থেকে ৫৪ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে বলে দাবি করেছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, “আমরা এডিস মশার প্রজন্মস্থল ধ্বংসের কার্যক্রম গতিশীল রেখেছি। গত এক মাস ধরে ডিএসসিসি এলাকায় রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে রয়েছে।”

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রেড জোন ঘোষিত ১৪ নম্বর ওয়ার্ডের ঝিগাতলা এলাকায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধনে জনসম্পৃক্ততা কার্যক্রমে অংশগ্রহণের পর গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরও বলছে, ঢাকায় এখন ডেঙ্গু রোগীর সংখ্যা স্থিতিশীল। প্রতিদিন তদারকি করা হচ্ছে। তথ্য-উপাত্ত পর্যালোচনায় আমরা লক্ষ্য করেছি, ডিএসসিসি এলাকায় দৈনন্দিন ৫০ থেকে ৫৪ জন করে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। আমরা ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।”

সবাই সচেতন হলে শিগগিরই রোগীর সংখ্যা আরও কমে আসবে বলে উল্লেখ করেন মেয়র। তিনি বলেন, “গত সপ্তাহের পর্যালোচনায় ১৪ নম্বর ও ৫৬ নম্বর ওয়ার্ড দুটিতে ১০ জনের বেশি রোগী শনাক্ত হয়েছে। তাই আমরা এই দুটি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করেছি। সে পরিপ্রেক্ষিতে আমরা চিরুনি অভিযান, প্রচার-প্রচারণা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে চলেছি। এতে এলাকাবাসী আরও সচেতন হবে এবং রোগী সংখ্যা কমে আসবে বলে আশা করছি।”

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন- কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান, ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন প্রমুখ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ডিএসসিসিতে ডেঙ্গু রোগী সংখ্যা দৈনিক ৫০-৫৪ জনে সীমাবদ্ধ রয়েছে : তাপস

ডিএসসিসিতে ডেঙ্গু রোগী সংখ্যা দৈনিক ৫০-৫৪ জনে সীমাবদ্ধ রয়েছে : তাপস
ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস/সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা ৫০ থেকে ৫৪ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে বলে দাবি করেছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, “আমরা এডিস মশার প্রজন্মস্থল ধ্বংসের কার্যক্রম গতিশীল রেখেছি। গত এক মাস ধরে ডিএসসিসি এলাকায় রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে রয়েছে।”

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রেড জোন ঘোষিত ১৪ নম্বর ওয়ার্ডের ঝিগাতলা এলাকায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধনে জনসম্পৃক্ততা কার্যক্রমে অংশগ্রহণের পর গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরও বলছে, ঢাকায় এখন ডেঙ্গু রোগীর সংখ্যা স্থিতিশীল। প্রতিদিন তদারকি করা হচ্ছে। তথ্য-উপাত্ত পর্যালোচনায় আমরা লক্ষ্য করেছি, ডিএসসিসি এলাকায় দৈনন্দিন ৫০ থেকে ৫৪ জন করে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। আমরা ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।”

সবাই সচেতন হলে শিগগিরই রোগীর সংখ্যা আরও কমে আসবে বলে উল্লেখ করেন মেয়র। তিনি বলেন, “গত সপ্তাহের পর্যালোচনায় ১৪ নম্বর ও ৫৬ নম্বর ওয়ার্ড দুটিতে ১০ জনের বেশি রোগী শনাক্ত হয়েছে। তাই আমরা এই দুটি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করেছি। সে পরিপ্রেক্ষিতে আমরা চিরুনি অভিযান, প্রচার-প্রচারণা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে চলেছি। এতে এলাকাবাসী আরও সচেতন হবে এবং রোগী সংখ্যা কমে আসবে বলে আশা করছি।”

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন- কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান, ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন প্রমুখ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: ১৮/৩, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান। লাইসেন্স নং : TRAD/DNCC/154868/2022