এনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে তার ধানমন্ডির বাসার দরজা ভেঙে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে কেন দরজা ভেঙে গ্রেপ্তার করা হলো এ বিষয়ে কথা বলেছেন ডিবিপ্রধান হারুন-আর-রশিদ।
হারুন বলেন, এ্যানির বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট থাকায় ধানমন্ডি থানা পুলিশ তাকে ধরতে গিয়েছিল।
তাকে বাসা থেকে বের হতে বললে তিনি বের হয়নি। পরে দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের আগে বেশ কয়েকবার এই ওয়ারেন্ট প্রসঙ্গে জানিয়ে থানায় যেতে বলা হলেও তিনি যাননি। সময়মতো আদালতে হাজিরা তিনি দেননি।
এ্যানির বরাত দিয়ে বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন জানান, রাত দেড়টায় পুলিশ তার বাসার চারপাশে অবস্থান নেয়। পুলিশ দরজায় লাথি মারে। হুমকি দেয়- দরজা না খুললে ভেঙে ভেতরে ঢুকে গুলি করবে। বেআইনিভাবে তাকে তুলে নেওয়া হয়।
এ্যানিকে পরে ধানমন্ডি থানায় নেওয়া হয় এবং আদালতে কাছে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।