বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। রাজধানী দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে স্বাগতিকদের প্রতিপক্ষ আফগানিস্তান, যাদের বিপক্ষে কখনই ওয়ানডেতে হারেনি ভারত।
বিশ্বকাপে এখন পর্যন্ত একবারই দেখা হয়েছে দল দুটির। ২০১৯ সালে সেই ম্যাচে লড়াই জমিয়ে তুলেছিল রশিদ-নবীরা।
যদিও শেষ হাসি হাসে ভারত। এবার অবশ্য আফগানিস্তানকে কোনো সুযোগই দিতে চায় না বিশ্বকাপ স্বপ্ন দেখতে থাকা ভারত।
রোহিত শর্মার দল শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও, আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে উড়ে গেছে বাংলাদেশের কাছে। তারপরও একাদশে কোনো পরিবর্তন আনা ছাড়াই দিল্লিতে নামতে পারে আফগানরা।
অপরদিকে একাদশে পরিবর্তন আনার পক্ষে নয় ভারতও। শুভমন গিল ডেঙ্গুর কারণে হাসপাতালে ভর্তি থাকায় আজও দলের হয়ে ওপেন করবেন শুভমন গিল। অস্ট্রেলিয়া ম্যাচে ব্যর্থ হলেও আরেকটা সুযোগ পাচ্ছেন শ্রেয়াস আইয়ার।
ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ : রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতুল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজল হক ফারুকি।