অবশেষে সব সংশয় কাটলো। বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে বলিউড সিনেমা “জাওয়ান”। ফলে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভারত ও বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে অ্যাকশনধর্মী সিনেমাটি।
বৃহস্পতিবার দুপুরে ছবিটি সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। সেন্সর ছাড়পত্রের বিষয়টি বোর্ডের সদস্য, প্রযোজক খোরশেদ আলম খসরু নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।
খোরশেদ আলম খসরু বলেন, “আজ বেলা ১২টায় আমরা ছবিটা দেখা শুরু করেছি। তিন ঘণ্টার ছবি। দেখা শেষে বোর্ড আনকাট ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
সেন্সর বোর্ডের অনুমোদনের পর বৃহস্পতিবারই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে দেখানো হবে বলে জানিয়েছেন “জাওয়ান”র আমদানিকারক অনন্য মামুন।
তিনি বলেন, “আজই জাওয়ান মুক্তি পাচ্ছে। আজ বিকাল থেকে সিনেপ্লেক্সগুলোতে দর্শক ছবিটি দেখতে পারবেন। আর সিঙ্গেল স্ক্রিনে দেখা যাবে শুক্রবার থেকে।”
জানা গেছে, সিনেপ্লেক্সগুলোতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ছবিটি দেখতে পারবেন দর্শকরা।
অন্যন্য মামুন জানান, দেশের মোট ৪৮টি প্রেক্ষাগৃহে একযোগে চলবে “জাওয়ান”। হলের তালিকা সন্ধ্যা নাগাদ প্রকাশ করবেন বলেও জানান তিনি।
“জাওয়ান” সিনেমাটি নির্মিত হয়েছে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে। ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। সিনেমাটি প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরি খান। ৩০০ কোটি বাজেটে ব্যয়ে নির্মিত সিনেমাটি শাহরুখের দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি।
“জাওয়ান” সিনেমায় শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা নয়নতারা। পাশাপাশি নেতিবাচক ভূমিকায় দেখা যাবে খ্যাতনামা অভিনেতা বিজয় সেথুপতিকে। সেই সঙ্গে সঞ্জয় দত্ত, “দ্য ফ্যামিলি ম্যান” খ্যাত প্রিয়ামনি, “দঙ্গল” খ্যাত সানিয়া মালহোত্রা, কমেডি তারকা সুনীল গ্রোভারকেও এ সিনেমায় দেখা যাবে। বিশেষ একটি দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও। হিন্দির পাশাপাশি “জাওয়ান” সিনেমাটি তামিল ও তেলুগু ভাষায়ও মুক্তি পাচ্ছে।