বাংলাদেশর সঙ্গীতশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। এর আগে চুক্তিভঙ্গ এবং প্রতারণার অভিযোগের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। যদিও মমতাজ বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে, আবারও পুরোদমে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে যাচ্ছেন বলেন জানিয়েছেন মমতাজ বেগম।
ভারত থেকে দেশে ফিরে শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন মমতাজ। পোস্টে বেশ কিছু ছবির সঙ্গে ক্যাপশন জুড়ে দেন তিনি।
কানাডায় কনসার্ট করতে গিয়েছিলেন জানিয়ে এমপি মমতাজ লিখেছেন,কানাডার মন্ট্রিয়াল, টরোন্টো আয়োজিত ৩৭তম ফোবানা সম্মেলনের কনসার্টে অংশগ্রহণ শেষে দেশে ফিরে আসেন। দেশে এসেই আবার ভারত যেতে হয়েছে তাকে।
গত ৯ আগস্ট কানাডায় কনসার্টে থাকার কারণে বহরমপুর আদালতের হাজিরা দিতে পারেননি মমতাজ। এরপরেই তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বহরমপুর আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। পরে শুক্রবার ৮ আগস্ট পশ্চিমবঙ্গের বহরমপুর আদালতে মমতাজ বেগম আত্মসমর্পণ তরেন।
এদিন আদালতে মমতাজের আইনজীবী দেবাংশু সেনগুপ্ত বিচারককে গত ৯ আগস্ট শুনানির দিন মমতাজ ঠিক কী কারণে বহরমপুর আদালতে হাজিরা দিতে পারেননি সে বিষয়ে অবহিত করেন। মমতাজের আইনজীবীর বক্তব্যে সন্তোষ প্রকাশ করে বিচারক মমতাজের বিরুদ্ধে জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানা খারিজ করেন এবং তার জামিন মঞ্জুর করেন।
এ বিষয়ে মমতাজ লিখেন, ‘সবকিছু আল্লাহর রহমতে চমৎকারভাবে শেষ করে এই বৎসরের মতো উড়াউড়ি শেষ করেছেন। তার কনসার্ট এবং ব্যক্তিগত কাজে যারা পাশে থেকে সহযোগিতা করেছেন এবং যারা দূরে থেকেও তার জন্য দোয়া করেন তাদের সবার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সংগীত শিল্পী।
নেতাকর্মী ও এলাকাবাসীকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে সংসদ সদস্য মমতাজ আরও
লিখেন, আমার প্রাণের নেতাকর্মী ও প্রিয় এলাকাবাসি আগের মত সবাই রেডি হয়ে যান আগামিকাল থেকে লাগাতার চলবে মাঠের খেলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা।’
এর আগে মমতাজ বেগম বলেন, মানুষের সেবার দৃষ্টি নিয়েই তিনি রাজনীতি করেন, মানুষের সেবাই করে চলেছেন। কতটুকু মানুষের সেবা করতে পেরেছিন বা কতটুকু মন জয় করতে পেরেছেন তা আগামী নির্বাচনেই প্রমাণ হবে।
আগামী সংসদ নির্বাচনে মনোনয়নের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সর্ববৃহৎ সংগঠন। যাকেই মনোনীত করা হোক, আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়াটাই সৌভাগ্যের বিষয়।