ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১২টা থেকে রবিবার ভোর পর্যন্ত কয়েকটি বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এইসব অস্ত্রের মধ্যে রয়েছে ২৮টি ঢাল, ২০টি কাতরা, সড়কি, রামদা, বল্লম, টেঁটা ও ঝুপি।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল বিষয়টি নিশ্চিত করে বলেন গত রাতে পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আমাদের কাছে খবর আসে পুরাপাড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে বিভিন্ন জায়গায় দেশীয় অস্ত্র মজুদ রয়েছে। সেটার ওপর ভিত্তি করে ওই ইউনিয়নের কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। যাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।
উপজেলার পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ অভিযানকে আমরা স্বাগত জানাই। এ অভিযান অব্যাহত থাকলে এলাকায় শান্তি ফিরে আসবে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, এলাকার পরিবেশ ভালো রাখতে আমাদের অভিযান চলমান থাকবে। আমরা প্রতিনিয়ত প্রত্যেক বাড়ি বাড়িতে অভিযান চালাবো।