বাংলাদেশ পুলিশ শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার কৃতি সন্তান মোঃ সাজ্জাদুর রহমান রাসেল। তিনি বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ এর পুলিশ সুপার (এসপি)।
সম্প্রতি ঢাকায় পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান রাসেল এর হাতে শুদ্ধাচার পুরস্কার তুলে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান রাসেল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মহিষাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিয়ার রহমান এর ছেলে। বাংলাদেশ পুলিশে তিনি অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।