নড়াইলের লোহাগড়ায় গলায় ফাঁস নিয়ে জয় (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে লোহাগড়া পৌরসভার কলেজপাড়া গ্রামে ভাড়ার বাড়িতে এ ঘটনা ঘটে। সে পাবনা জেলার সদর উপজেলার চর-শানিকদিয়া গ্রামের জিয়া মন্ডলের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, রোববার সকালে নিহত জয় তার মার কাছে একশত টাকা চেয়েছিল। মা তাকে টাকা না দেওয়ায় সে মার উপর অভিমান করে ঘরের দরজা বন্ধ করে ঢাফার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেয়। পরে ঘরের দরজা বন্ধ দেখে তার মা দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে মরদেহ স্বজনদের কাছে হন্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।