নড়াইলের কালিয়ায়‘‘মা ইলিশ রক্ষা করুন,ইলিশ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করুন’’শীর্ষক শ্লোগান নিয়ে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির জন্য কালিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের ইদ্যোগে মাউলী ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মৎস্য অফিসার এইচ এম বদরুজ্জামান ও উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান, মাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোজি হক, মাঠ সহায়ক কর্মী আমিনুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গসহ ইউনিয়নের আগত মৎস্য জীবীরা।
বক্তারা বলেন,সরকার মা ইলিশ রক্ষায় কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তি সময়ে ইলিশের সংকট দেখা দিবে। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সকলকে ইলিশ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানান।