নড়াইলে ৫৭১টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন

এস এম শরিফুল ইসলাম জেলা প্রতিনিধি, নড়াইল
নড়াইলে ৫৭১টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন

কৈলাস থেকে মর্ত্যে আসবেন দেবী দুর্গা। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চলছে দেবী বন্দনার প্রস্তুুতি।শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এখন প্রতিমার রং তুলিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।

তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় এ বছর বিপাকে শিপ্লীরা। পাশাপাশি চলছে প্যান্ডেল তৈরি, পূজার প্রস্তুুতিসহ আনুসাঙ্গিক কাজ। ঢাক বাজিয়ে মা দুর্গাকে বরণ করার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

২০শে অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব কে সামনে রেখে নড়াইল জেলার তিনটি উপজেলায় চলছে ব্যাপক প্রস্তুুতি। এবছর জেলায় ৫৭১টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। প্রতিটা মন্ডপে মন্ডপে চলছে প্রতিমার গায়ে রং তুলির কাজ। প্রতিমার পূর্ণ অবয়ব দিতে ব্যস্ত শিল্পীরা। রং তুলির ছোঁয়ায় দেবীকে রাঙিয়ে তুলছেন শিল্পীরা। এ বছরও নড়াইলে জাকজমকপূর্ণ দুর্গোৎসব উদযাপনের আশা করছেন আয়োজক কমিটির সদস্যরা ।

নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন,শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূজার নিরাপত্তা বিষয়ে সকল নির্দেশনাসমূহ পালন করতে পুলিশ ও তৃণমূল পর্যায়ে সকলকে আহবান জানান। পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও গার্ড নিয়োগ, নিরাপদ গেটের ব্যবস্থা করা এবং পূজা মন্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে বলা হয়।

এ দিকে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন,শারদীয় দুর্গোৎসব উৎসব কে ঘিরে জেলায় সব ধরনের প্রয়োজনীয় প্র¯ু‘তি নেওয়া হয়েছে। তবে দুর্গোৎসবের মধ্য দিয়ে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে,এমনটাই প্রত্যাশা সবার।

 

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নড়াইলে ৫৭১টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন

নড়াইলে ৫৭১টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন

কৈলাস থেকে মর্ত্যে আসবেন দেবী দুর্গা। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চলছে দেবী বন্দনার প্রস্তুুতি।শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এখন প্রতিমার রং তুলিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।

তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় এ বছর বিপাকে শিপ্লীরা। পাশাপাশি চলছে প্যান্ডেল তৈরি, পূজার প্রস্তুুতিসহ আনুসাঙ্গিক কাজ। ঢাক বাজিয়ে মা দুর্গাকে বরণ করার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

২০শে অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব কে সামনে রেখে নড়াইল জেলার তিনটি উপজেলায় চলছে ব্যাপক প্রস্তুুতি। এবছর জেলায় ৫৭১টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। প্রতিটা মন্ডপে মন্ডপে চলছে প্রতিমার গায়ে রং তুলির কাজ। প্রতিমার পূর্ণ অবয়ব দিতে ব্যস্ত শিল্পীরা। রং তুলির ছোঁয়ায় দেবীকে রাঙিয়ে তুলছেন শিল্পীরা। এ বছরও নড়াইলে জাকজমকপূর্ণ দুর্গোৎসব উদযাপনের আশা করছেন আয়োজক কমিটির সদস্যরা ।

নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন,শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূজার নিরাপত্তা বিষয়ে সকল নির্দেশনাসমূহ পালন করতে পুলিশ ও তৃণমূল পর্যায়ে সকলকে আহবান জানান। পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও গার্ড নিয়োগ, নিরাপদ গেটের ব্যবস্থা করা এবং পূজা মন্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে বলা হয়।

এ দিকে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন,শারদীয় দুর্গোৎসব উৎসব কে ঘিরে জেলায় সব ধরনের প্রয়োজনীয় প্র¯ু‘তি নেওয়া হয়েছে। তবে দুর্গোৎসবের মধ্য দিয়ে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে,এমনটাই প্রত্যাশা সবার।

 

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।