তামিল চলচ্চিত্র ও টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী ভি জে মহালক্ষ্মীকে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই ফেলে দেওয়া প্রযোজক রবীন্দ্রর চন্দ্রসেকরন গ্রেপ্তার হয়েছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, ভুয়া কাগজপত্র দেখিয়ে বালাজি ফোর্ড নামে এক ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করার দায়ে তার বিরুদ্ধে মামলা হয়েছিল।
এতে ২০ কোটি টাকা প্রতারণার অভিযোগ করা হয়েছে।
বালাজির অভিযোগ, প্রযোজক তাকে দেওয়া কোনো প্রতিশ্রুতিই রাখেননি।
এই মামলার পরেই রবীন্দ্ররকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা। বিষয়টি এখন তদন্তাধীন।
রবীন্দ্ররের প্রযোজনায় “বিদিয়াম বারাই কাথিরু” নামে একটি তামিল সিনেমায় অভিনয় করেছেন মহালক্ষ্মী। সিনেমার শুটিংয়েই তাদের পরিচয়, পরে যা প্রণয়ে রূপ লাভ করে। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।
উপস্থাপক হিসেবে টিভিতে আত্মপ্রকাশ করেন মহালক্ষ্মী। পরবর্তীতে তিনি টিভি নাটকে নাম লেখান। তামিল টিভি নাটকের জনপ্রিয় মুখ তিনি। দীর্ঘ ক্যারিয়ারে “বাণী রানী”, “অফিস”, “উরু কাই উসাই”সহ বেশ কয়েকটি আলোচিত সিরিয়ালে কাজ করেছেন তিনি।
অন্যদিকে লিব্রা প্রডাকশনসের ব্যানারে নির্মিত “নাতুপুনা ইনানু থেরিয়ুমা”, “মুরুনগাইকাই”সহ বেশ কয়েকটি তামিল সিনেমা প্রযোজনা করেছেন রবীন্দ্রর।
২০২২ সালের সেপ্টেম্বরে তিরুপাথিতে দুই পরিবারের সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে ভি জে মহালক্ষ্মী ও রবীন্দ্ররের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তারা। ইনস্টাগ্রামে মহালক্ষ্মী লিখেছিলেন, “আমি সৌভাগ্যবান বলে তোমাকে আমার জীবনে পেয়েছি। ভালোবাসা দিয়ে তুমি আমার জীবন পূর্ণ করে দিয়েছ। আমি তোমাকে ভালোবাসি।”