অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পাথরঘাটার ৬নং উত্তর তালুক চরদুয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) উপজেলার কাঠালতলী ইউনিয়নের ৬নং উত্তর তালুক চরদুয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৩ জন পুরুষ এবং ৩ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এর মধ্যে ২ জন পুরুষ এবং ২ জন নারী প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ী পুরুষ প্রার্থী মোঃ রফিকুল ইসলাম ৫০ ভোট পেয়ে প্রথম হয়েছেন এবং মোঃ শাহাদাৎ ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। বিজয়ী নারী প্রার্থী হনুফা বেগম ৫০ ভোট এবং তুলসী রানী ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিদ্যালয়ের অভিভাবকদের মোট ভোটার সংখ্যা ৯৬, কাস্ট হয়েছে ৭৯ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তালুক চরদুয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বিলিপি কুমার রায়।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, স্কুল সংস্লিস্ট ইউপি সদস্য সুমন সিকদার, আওয়ামীলিগ নেতা বাবুল শিকদার, নিরু শিকদার, জসিম উদ্দিন তালুকদার সহ কাঠালতলী এম.কে. কম্পিউটারাইজ্ড আইডিয়া স্কুলের পরিচালক, শিক্ষা উদ্দ্যোক্তা নিয়াজ মোর্শেদ। আইন-শৃঙ্খলার দায়িত্বে ছিলেন এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে পাথরঘাটা থানা পুলিশের একটি টিম।
উল্লেখ্য, মামলা সংক্রান্ত জটিলতার কারণে ১১ বছর পর হলেও ম্যানেজিং কমিটির বিধি মোতাবেক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় স্কুলটির শিক্ষার্থী অভিবাবক সহ স্থানীয় সচেতন মহলের ভিতরে বেশ উৎসাহ দেখা যায়।