পান্ডামার্টের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, চার লাখ টাকা জরিমানা

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
পান্ডামার্টের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, চার লাখ টাকা জরিমানা

ফুডপান্ডার অধিভুক্ত স্টোর পান্ডামার্টকে চার লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং আমদানি করা পণ্যের অসম্পূর্ণ তথ্যসহ বিভিন্ন কারণে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে পান্ডামার্টের স্টোরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা।

এ সময় বেশকিছু খেজুর জব্দ করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা বলেন, “পান্ডামার্টে আমরা কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য পেয়েছি। এগুলোর মধ্যে ডিম, মাছ, চিকেন, চকলেট ছিল। ‍আর কিছু বিদেশি পণ্য পেয়েছি- এসব পণ্যে আমদানিকারকের নির্দিষ্ট তথ্য পাইনি। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ পেয়েছি।”

তিনি বলেন, “সব মিলিয়ে ‘নিরাপদ খাদ্য আইন ২০০৩’ অনুযায়ী তাদের চার লাখ টাকা জরিমানা করেছি।”

তিনি আরও বলেন, “অভিযান চলাকালে আমরা এখানকার স্টোরে রাখা খেজুরে তেলাপোঁকা পেয়েছি। খাদ্যপণ্যে ইঁদুর ঘোরার নমুনা পেয়েছি। পাশাপাশি যেসব পণ্যে মেয়াদ ছিল না, সেগুলো জব্দ করেছি।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পান্ডামার্টের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, চার লাখ টাকা জরিমানা

পান্ডামার্টের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, চার লাখ টাকা জরিমানা

ফুডপান্ডার অধিভুক্ত স্টোর পান্ডামার্টকে চার লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং আমদানি করা পণ্যের অসম্পূর্ণ তথ্যসহ বিভিন্ন কারণে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে পান্ডামার্টের স্টোরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা।

এ সময় বেশকিছু খেজুর জব্দ করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা বলেন, “পান্ডামার্টে আমরা কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য পেয়েছি। এগুলোর মধ্যে ডিম, মাছ, চিকেন, চকলেট ছিল। ‍আর কিছু বিদেশি পণ্য পেয়েছি- এসব পণ্যে আমদানিকারকের নির্দিষ্ট তথ্য পাইনি। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ পেয়েছি।”

তিনি বলেন, “সব মিলিয়ে ‘নিরাপদ খাদ্য আইন ২০০৩’ অনুযায়ী তাদের চার লাখ টাকা জরিমানা করেছি।”

তিনি আরও বলেন, “অভিযান চলাকালে আমরা এখানকার স্টোরে রাখা খেজুরে তেলাপোঁকা পেয়েছি। খাদ্যপণ্যে ইঁদুর ঘোরার নমুনা পেয়েছি। পাশাপাশি যেসব পণ্যে মেয়াদ ছিল না, সেগুলো জব্দ করেছি।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: ১৮/৩, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান। লাইসেন্স নং : TRAD/DNCC/154868/2022