প্রাথমিকের শিক্ষকরা আবেদন করলেই মোবাইলে পৌঁছে যাবে সহায়তার অর্থ

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
প্রাথমিকের শিক্ষকরা আবেদন করলেই মোবাইলে পৌঁছে যাবে সহায়তার অর্থ

আবেদন করলে শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে ৫ হাজার টাকা অর্থিক সহায়তা পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল সংসদে পাস হওয়ায় এ সুবিধা পাবেন ৪ লাখ ৬২ হাজার শিক্ষক।

জাতীয় সংসদে গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল-২০২৩’ পাস হয়।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল সংসদে পাস হওয়ায় শিক্ষকদের মোবাইল অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। আমাদের দেশের ৪ লাখ ৬২ হাজার শিক্ষকের জন্য গত ৭-৮ বছরে ৩৬ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু, আইন না থাকায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রাথমিকের শিক্ষকদের আর্থিক দৈন্য-দুর্বিপাকেও সহায়তা করতে পারি না।

তিনি বলেন, আমরা পরিকল্পনা করেছি, শিক্ষকরা ঘরে বসেই মোবাইল ফোনে আবেদন করবেন। আর্থিক সহায়তার ন্যূনতম ৫ হাজার টাকা তাদের মোবাইল অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আমি মনে করি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এতে দারুণ উপকৃত হবেন।

বিলে বলা হয়েছে, চাকরিরত অবস্থায় কোনো শিক্ষকের মৃত্যু হলে তার নাবালক সন্তান প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত শিক্ষার ব্যয় বহন করা হবে। এছাড়া, প্রতিবন্ধী শিশু বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রয়োজনে খরচ দেওয়া হবে।

বিলে আরও বলা হয়েছে, চিকিৎসা খরচসহ কিছু আর্থিক সুবিধা পাবেন শিক্ষকরা। শিক্ষকদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ট্রাস্ট ফান্ডে জমা দিতে হবে এবং তা বিধির মাধ্যমে নির্ধারিত হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রাথমিকের শিক্ষকরা আবেদন করলেই মোবাইলে পৌঁছে যাবে সহায়তার অর্থ

প্রাথমিকের শিক্ষকরা আবেদন করলেই মোবাইলে পৌঁছে যাবে সহায়তার অর্থ

আবেদন করলে শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে ৫ হাজার টাকা অর্থিক সহায়তা পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল সংসদে পাস হওয়ায় এ সুবিধা পাবেন ৪ লাখ ৬২ হাজার শিক্ষক।

জাতীয় সংসদে গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল-২০২৩’ পাস হয়।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল সংসদে পাস হওয়ায় শিক্ষকদের মোবাইল অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। আমাদের দেশের ৪ লাখ ৬২ হাজার শিক্ষকের জন্য গত ৭-৮ বছরে ৩৬ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু, আইন না থাকায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রাথমিকের শিক্ষকদের আর্থিক দৈন্য-দুর্বিপাকেও সহায়তা করতে পারি না।

তিনি বলেন, আমরা পরিকল্পনা করেছি, শিক্ষকরা ঘরে বসেই মোবাইল ফোনে আবেদন করবেন। আর্থিক সহায়তার ন্যূনতম ৫ হাজার টাকা তাদের মোবাইল অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আমি মনে করি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এতে দারুণ উপকৃত হবেন।

বিলে বলা হয়েছে, চাকরিরত অবস্থায় কোনো শিক্ষকের মৃত্যু হলে তার নাবালক সন্তান প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত শিক্ষার ব্যয় বহন করা হবে। এছাড়া, প্রতিবন্ধী শিশু বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রয়োজনে খরচ দেওয়া হবে।

বিলে আরও বলা হয়েছে, চিকিৎসা খরচসহ কিছু আর্থিক সুবিধা পাবেন শিক্ষকরা। শিক্ষকদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ট্রাস্ট ফান্ডে জমা দিতে হবে এবং তা বিধির মাধ্যমে নির্ধারিত হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: ১৮/৩, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান। লাইসেন্স নং : TRAD/DNCC/154868/2022