চলমান সংকটের মধ্যে ফিলিস্তিনের জন্য তহবিল সংগ্রহের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির ঢাকার দূতাবাস।
মঙ্গলবার (১০ অক্টোবর) ফিলিস্তিন দূতাবাসের এক সতর্ক বার্তায় এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, চলমান সংকটের পরিপ্রেক্ষিতে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে ফিলিস্তিনি জনগণের নামে তহবিল সংগ্রহের চেষ্টা করছে। তবে বাংলাদেশের কোনো সংস্থা বা ব্যক্তি গাজা বা পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহের জন্য অনুমোদিত নয়। আমরা বাংলাদেশি ভাই ও বোনদের সন্দেহজনক অনুদানের চ্যানেল সম্পর্কে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছি।
যেকোনো অনুসন্ধানের জন্য দূতাবাসের অফিসিয়াল ই-মেইল ঠিকানা এবং ফোন নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।