বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আরও তিন নেতাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, সকালে ১০ নেতাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য নাজিম উদ্দিন আহমেদ, বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন এবং কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরীকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।