- AZnewsbd - https://aznewsbd.com -

ব্যবসায়িক কাজে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনকে বৈধতা দিয়েছে এল সালভাদর

বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্যবসায়িক কাজে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনকে বৈধতা দিয়েছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুন) দেশটির জাতীয় পরিষদে এক ভোটাভুটিতে মুদ্রাটির বৈধতা দেওয়া হয়।

এর আগে দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে ‘বিটকয়েন ২০২১’ শীর্ষক এক সম্মেলনে জানিয়েছিলেন, তিনি ডিজিটাল ওয়ালেট সেবাদাতা প্রতিষ্ঠান স্ট্রাইকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বিটকয়েনের মাধ্যমে নিজ দেশের আধুনিক আর্থিক অবকাঠামো তৈরি করতে চান তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে প্রচলনের জন্য প্রেসিডেন্ট নিজেই কংগ্রেসে বিল উত্থাপন করেন। পরে বিলটি ৮৪-৬২ ভোটে পাস হয়। এর মাধ্যমে আগামী ৯০ দিনের মধ্যে বৈধ হিসেবে বিটকয়েনের ব্যবহার শুরু হবে।

এর আগে বিটকয়েন গ্রহণ করার সম্ভাব্য নেতিবাচক পরিণতি সম্পর্কে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সতর্ক করার পরও দেশটির কংগ্রেসে বিলটি পাস করেছে। ধারণা করা হচ্ছে, সম্প্রতি এল সালভাদর আইএমএফের কাছে এক বিলিয়ন ডলারের যে ঋণ সহায়তা চেয়েছে, এই সিদ্ধান্তটি সেই আলোচনাকে জটিল করে তুলতে পারে।

তবে প্রেসিডেন্ট নায়িব বুকেলের দাবি, এই মুদ্রার ব্যবহার ঐচ্ছিক। ফলে এটি সাধারণ মানুষের জন্য ঝুঁকির কারণ হবে না।

0
0