যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়া উপজেলার জামদিয়া দত্তরাস্তা মোড়ে ব্রিজে বাসের ধাক্কা খেয়ে রেলিং ভেঙে নানা-নাতি নিহত হয়েছে। নিহত কামরুল ইসলাম (৫০) জামদিয়া গ্রামের আবুল কালাম মহুরীর ছেলে ও শিশু সাদিয়া (৮) আন্দোলবাড়িয়া গ্রামের বদিয়ার রহমানের মেয়ে। এসময় বাসের যাত্রীরা কমবেশি আহত হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায়কা মরুল ইসলাম ও তার নাতনি সাদিয়া ব্রিজের পাশ দিয়ে দত্তরাস্তা পার হচ্ছিলেন। এসময় যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো ব-১৪-২৬৭৯ নিয়ন্ত্রন হারিয়ে একটি ব্রিজের রেলিংয়ে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়।
ওই সময় বাসের ধাক্কায় সাদিয়ার দুই পা কেটে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে সাদিয়ার মৃত্যু হয়।
এসময় আহত কামরুলকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। তাকে ঢাকা নেয়ার পথে চাড়াভিটায় পৌছলে অবস্থা আরো খারাপ হলে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার মৃত্যু হয়। পরে ক্রেনের মাধ্যমে বাসটি সরিয়ে সাদিয়ার কাটা পড়া পা দুটি উদ্ধার করা হয়।