ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে পাকিস্তান
বাবর আজম ও রোহিত শর্মা। ছবি: সংগৃহীত

এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি।

আজ রবিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে।

চলমান এশিয়া কাপে দুই দলের দেখায় গ্রুপ পর্বের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এটি আসরে দুই দলের দ্বিতীয় সাক্ষাত। প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে। প্রথম ম্যাচে দলের বিপর্যয়ের পর হাল ধরেন পান্ডিয়া ও ঈষান কিশান। ঈষান কিশান ৮২ ও হার্দিক পান্ডিয়া ৮৭ রান করে বিদায় নেন।

পাকিস্তানের পেসত্রয়ী ভারতের ১০ উইকেট তুলে নেন। শাহীন ৪টি, নাসিম ও হারিস প্রত্যেকে ৩টি করে উইকেট লাভ করেন। তাই আজকের ম্যাচটি নিয়ে পাক সমর্থকরা এ পেসত্রয়ীর ওপর বেশ আশাবাদী।

ওয়ান ডে ক্রিকেটে ভারত-পাক দ্বৈরথের ইতিহাস ৫৫ বছরের পুরনো। যেখানে এখন পর্যন্ত ১৩২ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। মুখোমুখি দ্বৈরথের নিরিখে এগিয়ে পাকিস্তান। ম্যান ইন গ্রিনরা জিতেছে ৭৩টি ম্যাচ। ৫৫টি ম্যাচে জিতেছে ভারত। ৪টি ম্যাচে কোনও ফল হয়নি।

সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে নামার একদিন আগেই পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। যেখানে কোনো পরিবর্তন নেই। বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ নিয়েই মাঠে নামছে পাকিস্তান। অন্যদিকে ভারত তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। মুহাম্মদ শামিকে জায়গা ছেড়ে দিতে হয়েছে জাসপ্রিত বুমরাহর জন্য। আর শ্রেয়াস আইয়ারকে জায়গা ছাড়তে হয়েছে লোকেশ রাহুলের জন্য।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, সালমান আলি আগা, ইফতেখার আহমেদ, মোহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও ফাহিম আশরাফ।

ভারত একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল, ইশান কিশান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রাবীন্দ্রর জাজেদা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রিত বুমরাহ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে পাকিস্তান

ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে পাকিস্তান
বাবর আজম ও রোহিত শর্মা। ছবি: সংগৃহীত

এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি।

আজ রবিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে।

চলমান এশিয়া কাপে দুই দলের দেখায় গ্রুপ পর্বের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এটি আসরে দুই দলের দ্বিতীয় সাক্ষাত। প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে। প্রথম ম্যাচে দলের বিপর্যয়ের পর হাল ধরেন পান্ডিয়া ও ঈষান কিশান। ঈষান কিশান ৮২ ও হার্দিক পান্ডিয়া ৮৭ রান করে বিদায় নেন।

পাকিস্তানের পেসত্রয়ী ভারতের ১০ উইকেট তুলে নেন। শাহীন ৪টি, নাসিম ও হারিস প্রত্যেকে ৩টি করে উইকেট লাভ করেন। তাই আজকের ম্যাচটি নিয়ে পাক সমর্থকরা এ পেসত্রয়ীর ওপর বেশ আশাবাদী।

ওয়ান ডে ক্রিকেটে ভারত-পাক দ্বৈরথের ইতিহাস ৫৫ বছরের পুরনো। যেখানে এখন পর্যন্ত ১৩২ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। মুখোমুখি দ্বৈরথের নিরিখে এগিয়ে পাকিস্তান। ম্যান ইন গ্রিনরা জিতেছে ৭৩টি ম্যাচ। ৫৫টি ম্যাচে জিতেছে ভারত। ৪টি ম্যাচে কোনও ফল হয়নি।

সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে নামার একদিন আগেই পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। যেখানে কোনো পরিবর্তন নেই। বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ নিয়েই মাঠে নামছে পাকিস্তান। অন্যদিকে ভারত তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। মুহাম্মদ শামিকে জায়গা ছেড়ে দিতে হয়েছে জাসপ্রিত বুমরাহর জন্য। আর শ্রেয়াস আইয়ারকে জায়গা ছাড়তে হয়েছে লোকেশ রাহুলের জন্য।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, সালমান আলি আগা, ইফতেখার আহমেদ, মোহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও ফাহিম আশরাফ।

ভারত একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল, ইশান কিশান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রাবীন্দ্রর জাজেদা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রিত বুমরাহ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: ১৮/৩, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান। লাইসেন্স নং : TRAD/DNCC/154868/2022