আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ কখনো ভোট চুরি করে না। ভোট চুরির সূচনা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ’
আজ বুধবার শহরের পিটিআই রোডের বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপির এত লাফালাফি করে লাভ নেই।
তাদের শীর্ষ দুই নেতা সন্ত্রাস, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত। এ জন্য তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে বিএনপি আগামী ২০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। ’
জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যাহত আছে। ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধিশালী ও আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করার প্রতিফলন থাকবে আগামী জাতীয় নির্বাচনের ইশতেহারে। ’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ স্বাধীন দেশ, কারও সঙ্গে বিবাদ নেই। তাই আপস করারও দরকার নেই। জাতীয় নির্বাচন যথাসময়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। ’
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, খন্দকার ইকবাল মাহমুদ, রাশেদুল ইসলাম বিপ্লবসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।