ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ আহত ১৫

মিন্টু মিয়া জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ আহত ১৫

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ১৫ জনের মত আহত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার জেসমিন আক্তার (২৫), সাখুয়া ইউনিয়নের সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২), ত্রিশালের রাগামারার সোহেল মিয়া (৩৫) ও ঈশ্বরগঞ্জের আলতাব হোসেন (৬০)। তারা সবাই রাসেল গার্মেন্টের শ্রমিক। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।

ওসি জানান- ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা শেরপুরের একটি যাত্রীবাহী বাস চেলেরঘাট এলাকায় আসতেই হঠাৎ চাকার হাওয়া বেড়িয়ে যায়। রাস্তার পাশেই চাকা মেরামত করার সময় এক যাত্রী একটি বাসটি সিগনাল দিয়ে দাঁড় করলে পিছন থেকে অন্য বাস এসে ধাক্কা দেয়। এ ঘটনায় ৬ জনের মৃত্যু হয়। আহত হয়েছে অন্তত ১৫ জন।

দুর্ঘটনার পর কিছুক্ষণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ আহত ১৫

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ আহত ১৫

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ১৫ জনের মত আহত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার জেসমিন আক্তার (২৫), সাখুয়া ইউনিয়নের সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২), ত্রিশালের রাগামারার সোহেল মিয়া (৩৫) ও ঈশ্বরগঞ্জের আলতাব হোসেন (৬০)। তারা সবাই রাসেল গার্মেন্টের শ্রমিক। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।

ওসি জানান- ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা শেরপুরের একটি যাত্রীবাহী বাস চেলেরঘাট এলাকায় আসতেই হঠাৎ চাকার হাওয়া বেড়িয়ে যায়। রাস্তার পাশেই চাকা মেরামত করার সময় এক যাত্রী একটি বাসটি সিগনাল দিয়ে দাঁড় করলে পিছন থেকে অন্য বাস এসে ধাক্কা দেয়। এ ঘটনায় ৬ জনের মৃত্যু হয়। আহত হয়েছে অন্তত ১৫ জন।

দুর্ঘটনার পর কিছুক্ষণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।