দক্ষিণী ইন্ডাস্ট্রির খ্যাতনামা অভিনেতা ও সংগীত পরিচালক বিজয় অ্যান্টনির ১৬ বছর বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মেয়ে মীরা ক্লাস দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছেন অভিনেতার মেয়ে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিজয় অ্যান্টনির মেয়ে দীর্ঘদিন ধরে নানা স্ট্রেসে ভুগছিলেন। এ কারণে চিকিৎসাও চলছিল তার। এরই মধ্যে মঙ্গলবার স্বেচ্ছায় পরপারে পাড়ি জমান মীরা।
অভিনেতার মেয়ে চেন্নাইয়ের একটি বেসরকারি স্কুলে পড়ালেখা করতেন। চেন্নাইয়ের টেনাম্পেটের বাড়ি থেকে মঙ্গলবার ভোররাত প্রায় ৩টার দিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মীরাকে। রাতে বিজয় যখন মেয়ের ঘরে যান তখন ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বাড়ির পরিচারকরা দেহ নামিয়ে আনেন।
মেয়েকে নিচে নামানোর পর তাৎক্ষণিক চেন্নাইয়ের মায়লাপুরের একটি হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন অভিনেতার মেয়েকে।
প্রসঙ্গত, বিজয় অ্যান্টনির দুই মেয়ে। তার স্ত্রীর নাম ফাতিমা। ২০০৬ সালে বিয়ে করেন তারা। তাদের আরেক মেয়ের নাম লারা অ্যান্টনি।