যশোরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বারীনগর এলাকার আফিল স্টেশন সংলগ্ন এলাকার রেললাইন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে জিআরপি। এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এএসআই মনির হোসেন।
তিনি (এএসআই মনির) জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি হৈবতপুর ইউনিয়নের রেললাইনে এক অজ্ঞাত যুবতীর মরদেহ পড়ে আছে। স্থানীয়রা কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেননি। পরে জিআরপি মৃতদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়রা ধারণা করছেন, ওই যুবতীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনা ভিন্নখাতে নিতে মৃতদেহটি রেললাইনের পাশে ফেলে রাখে।
শ্যামলা রংয়ের এই যুবতীর গায়ে গোলাপী রংয়ের থ্রি-পিস ও মুখে কালো মাস্ক পরা ছিলো।