রাজধানীতে ৯ সেপ্টেম্বর গণমিছিল করবে বিএনপি

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
রাজধানীতে ৯ সেপ্টেম্বর গণমিছিল করবে বিএনপি
বিএনপির লোগো। ফাইল ছবি

রাজধানীতে আগামী শনিবার (৯ সেপ্টেম্বর) গণমিছিল করার ঘাষণা আসছে বিএনপির তরফ থেকে। সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আবারও গণমিছিল করতে যাচ্ছে দলটি।

বিএনপির সমমনা অন্যান্য দলও রাজধানীতে যুগপৎভাবে এ কর্মসূচি পালন করবে।

বিএনপি সূত্রে জানা গেছে, বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, নতুন কর্মসূচি আসছে। দুপুরে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষণা দেবেন। তবে, ঠিক কী কর্মসূচি আসছে, সেটা আমি নিশ্চিত করে বলতে পারব না।

বর্তমানে বিএনপির সঙ্গে ছোট-বড় মিলিয়ে ৩৬টি রাজনৈতিক দল সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎভাবে আন্দোলন করছে। আরও কয়েকটি দল যুগপৎ আন্দোলনের বাইরে থেকেও অভিন্ন দাবিতে আন্দোলন করছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজধানীতে ৯ সেপ্টেম্বর গণমিছিল করবে বিএনপি

রাজধানীতে ৯ সেপ্টেম্বর গণমিছিল করবে বিএনপি
বিএনপির লোগো। ফাইল ছবি

রাজধানীতে আগামী শনিবার (৯ সেপ্টেম্বর) গণমিছিল করার ঘাষণা আসছে বিএনপির তরফ থেকে। সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আবারও গণমিছিল করতে যাচ্ছে দলটি।

বিএনপির সমমনা অন্যান্য দলও রাজধানীতে যুগপৎভাবে এ কর্মসূচি পালন করবে।

বিএনপি সূত্রে জানা গেছে, বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, নতুন কর্মসূচি আসছে। দুপুরে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষণা দেবেন। তবে, ঠিক কী কর্মসূচি আসছে, সেটা আমি নিশ্চিত করে বলতে পারব না।

বর্তমানে বিএনপির সঙ্গে ছোট-বড় মিলিয়ে ৩৬টি রাজনৈতিক দল সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎভাবে আন্দোলন করছে। আরও কয়েকটি দল যুগপৎ আন্দোলনের বাইরে থেকেও অভিন্ন দাবিতে আন্দোলন করছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: ১৮/৩, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান। লাইসেন্স নং : TRAD/DNCC/154868/2022