রাজস্থলীতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ হাবীবুল্লাহ মিসবাহ স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি
রাজস্থলীতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“পানি জীবন, পানিই খাদ্য, কেউ থাকবে না পিছিয়ে” মুলসুরকে সামনে রেখে রাজস্থলীতে বিশ্ব খাদ্য দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় সিপিপি পিএইপি কারিতাস রাজস্থলী শাখার উদ্যোগে রাজস্থলী উপজেলা গণমিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে উপজেলা চত্বরে এক র‍্যালির আয়োজন করা হয় যা গণমিলনায়তনে এসে সমাপ্ত হয়।

রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব এলাহীর সভাপতিত্বে এবং কারিতাস রাজস্থলী উপজেলা শাখার মাঠ সহায়ক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলি খান। এছাড়াও সংবাদকর্মী হাবীবুল্লাহ মিসবাহসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, কারিতাসের কর্মকর্তা কর্মচারী এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিপিপি পিএইপি কারিতাস প্রকল্পের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা। তিনি নিরাপদ খাদ্য এবং বিশুদ্ধ পানি পাওয়ার এবং নিরাপদে সংরক্ষণ করার বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এতে বক্তারা কৃষি, কৃষি উপকরণ, উর্বর জমি, বিশুদ্ধ পানি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করে দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা বলেন, আমাদের কোন প্রকার জমি খালি রাখা যাবে না। যেই জমি যেই ফসলের জন্য উপযোগী সেই জমি ওই ফসলই রোপন করতে হবে।

কৃষিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার থেকে কৃষকদের বিরত থাকতে হবে। জমিতে অধিক কীটনাশক ব্যবহার করলে এর উর্বরতা দিন দিন কমে যায়। যার ফলে খাদ্যে সংকট দেখা দিবে। বিশ্ব খাদ্যমন্দায় টিকে থাকার জন্য আমাদের কৃষকদের সর্বপ্রকার জমিতে ফসল উৎপাদন অব্যাহত রাখতে হবে।

সর্বোপরি সকল কৃষকদের কৃষি অধিদপ্তরের সাথে যোগাযোগ রক্ষা করে পরিমিত কীটনাশক ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদনে অবদান রাখতে হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজস্থলীতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

রাজস্থলীতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“পানি জীবন, পানিই খাদ্য, কেউ থাকবে না পিছিয়ে” মুলসুরকে সামনে রেখে রাজস্থলীতে বিশ্ব খাদ্য দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় সিপিপি পিএইপি কারিতাস রাজস্থলী শাখার উদ্যোগে রাজস্থলী উপজেলা গণমিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে উপজেলা চত্বরে এক র‍্যালির আয়োজন করা হয় যা গণমিলনায়তনে এসে সমাপ্ত হয়।

রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব এলাহীর সভাপতিত্বে এবং কারিতাস রাজস্থলী উপজেলা শাখার মাঠ সহায়ক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলি খান। এছাড়াও সংবাদকর্মী হাবীবুল্লাহ মিসবাহসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, কারিতাসের কর্মকর্তা কর্মচারী এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিপিপি পিএইপি কারিতাস প্রকল্পের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা। তিনি নিরাপদ খাদ্য এবং বিশুদ্ধ পানি পাওয়ার এবং নিরাপদে সংরক্ষণ করার বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এতে বক্তারা কৃষি, কৃষি উপকরণ, উর্বর জমি, বিশুদ্ধ পানি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করে দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা বলেন, আমাদের কোন প্রকার জমি খালি রাখা যাবে না। যেই জমি যেই ফসলের জন্য উপযোগী সেই জমি ওই ফসলই রোপন করতে হবে।

কৃষিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার থেকে কৃষকদের বিরত থাকতে হবে। জমিতে অধিক কীটনাশক ব্যবহার করলে এর উর্বরতা দিন দিন কমে যায়। যার ফলে খাদ্যে সংকট দেখা দিবে। বিশ্ব খাদ্যমন্দায় টিকে থাকার জন্য আমাদের কৃষকদের সর্বপ্রকার জমিতে ফসল উৎপাদন অব্যাহত রাখতে হবে।

সর্বোপরি সকল কৃষকদের কৃষি অধিদপ্তরের সাথে যোগাযোগ রক্ষা করে পরিমিত কীটনাশক ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদনে অবদান রাখতে হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।