শিক্ষার্থীদের ভাবনায় আলোকচিত্র দিবস

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
শিক্ষার্থীদের ভাবনায় আলোকচিত্র দিবস

আজ আলোকচিত্র দিবস। ১৮৩৯ সালের ১৯ আগস্ট বিজ্ঞানী লুইস ড্যাগুইর সর্বপ্রথম ছবি তোলার উপায় আবিষ্কার করেন। মধ্যযুগ থেকে শুরু হয়ে বর্তমান সময়ে ফটোগ্রাফি হয়ে উঠেছে সব বয়সের মানুষের চাহিদার অন্যতম একটি বিষয়। আলোকচিত্র দিবসকে কেন্দ্র করে গণ বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্রগ্রাহী শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরছেন হাসিব মীর।

 

একজন ছবিপ্রেমী হিসেবে আমি বিশ্বাস করি, ‘ছবি বলতে যা বলা যায় না, তা ছবির ভাষায় মন্ত্রমুগ্ধ করা যায়।’ আমি ফটোগ্রাফির মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। আলোকচিত্রগ্রাহী হিসেবে আমার শুরুটা বলা যায় ২০১১ সালের প্রথম দিকে। বাসায় তখন নতুন ডেস্কটপ আসে। সেখানে ওয়ালপেপারে দেখতাম নানান ছবি, আমি চিন্তা করতাম, আমি কি এমন ছবি তুলতে পারবো! সেই থেকেই ফোন দিয়ে ছবি তোলা শুরু, তারপর ক্যামেরা। সময়ের সাথে সাথে ফটোগ্রাফির ব্যাপারে অনেক কিছু জানলাম, শিখলাম আর বাস্তব জীবনে প্রয়োগ করে চলছি।

আলোকচিত্রগ্রাহী হওয়ার জন্য ধৈর্য এবং সৃজনশীলতা খুব বেশি প্রয়োজন। একটা পারফেক্ট ছবি পাওয়াটা বড়শিতে মাছ আটকানোর চেয়েও বেশি ধৈর্য্যের। সুতরাং সময়ের সাথে তাল মিলিয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করে নিজের সৃজনশীলতাকে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। বাংলাদেশে আলোকচিত্রের ভবিষ্যত উজ্জ্বল। বর্তমানে মোবাইল ফোনের ক্যামেরা দিয়েও অনেক দারুণ ছবি তোলা যাচ্ছে। কেউ ফটোগ্রাফি শুরু করতে চাইলে এখন মোবাইলের ক্যামেরা দিয়েই শুরু করতে পারে, তারপর ক্যামেরা। এছাড়াও, ফটোগ্রাফির শিক্ষার সুযোগ বেড়েছে, যা নতুন ফটোগ্রাফাদের উত্থানে সাহায্য করছে।

সোয়েব বিন কামাল
সিএসই বিভাগ
সভাপতি,গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি।

 

কিছু মুহূর্ত এবং চিন্তার মিশ্রণের ফলাফল হচ্ছে একটা আলোকচিত্র। শখের বসে অথবা পেশার স্বার্থে ছবি তোলা প্রত্যেকটি মানুষের এই আলোকচিত্র দিবস একটা গুরুত্বপূর্ণ দিন। ছবি তোলার স্পৃহা বাড়ানো এবং চিন্তাকে ফ্রেমে বন্দী করতে উৎসাহীদের কাছে আলোকচিত্র দিবস একটা আনন্দপূর্ন দিন। কথায় আছে মানুষের মনে কথার থেকে ছবি অনেক বেশি প্রভাব ফেলে। তাই হয়তো আলোকচিত্রগ্রাহীদের প্রতিবন্ধকতার শেষ নেই। আর একজন নারী আলোকচিত্রগ্রাহী হলে তো কথাই নেই। রাস্তায় কটু মন্তব্য, ‘মেয়ে হয়ে এতো ছবি তোলা লাগে! ‘ এমন অদ্ভুত কমেন্ট শুনে আগ্রহ কমে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু সব প্রতিবন্ধকতা পেরিয়ে একজন আলোকচিত্রগ্রাহী বিভিন্ন সৌন্দর্য ও কদর্যতা যা আলোকচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার যে আপ্রাণ চেষ্টা করে তা প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতে এই ছবিই হোক মত প্রকাশের সর্বোচ্চ স্বাধীনতা, আলোকচিত্র দিবসে এটাই সকলের চাওয়া। বর্তমান পৃথিবীতে আলোকচিত্রগ্রাফি একটা প্যাশন এবং এই পথের পথযাত্রী হওয়ার জন্য অনেক ছেলে মেয়েরাও ছাত্রজীবন থেকেই চেষ্টা করে। তাই শিক্ষার্থীদের বেসিক আলোকচিত্র গ্রাফি শিখানোর জন্য বিশ্ববিদ্যালয়গুলো স্বতঃস্ফূর্ত ভূমিকা রাখতে পারে। নিয়মিত ফটোগ্রাফিক কর্মশালা এবং এই বিষয়ে চর্চা করা রাখলে এর ভবিষ্যৎ ফলপ্রসূ হবে আশা করি।

 

শাহিনুর সিদ্দিকি রিমি
এমপিবিএমই বিভাগ
অর্থ সম্পাদক- গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি

একজন আলোকচিত্রী হিসেবে পরিচয় দেয়াটা আমার কাছে গর্বের। আলোকচিত্র একই সাথে আমাকে ভালো-খারাপ সময় দুটোই উপহার দিয়েছে। তবে ভালো সময় কিংবা খুশির পরিমাণ অনেক অনেকগুণ বেশি। কোন এক সময় সেলফোন এর ক্যামেরা দিয়ে ছবি তোলা শুরু হয়েছিল। তারপর সেই ছবি তোলা শখ থেকে নিজের কিছু অর্জন, এই যাত্রাটা খুব বেশি মসৃণ ছিলনা। স্যাক্রিফাইস করতে হয়েছে অনেক কিছু। তবুও দিন শেষে একটা ভালো ছবি আমাকে অনেক বেশি প্রশান্তি দেয়। একজন ছবিয়াল হিসেবে দিনটা আনন্দের। ভবিষ্যতে হয়তো ওতপ্রোতভাবে আলোকচিত্র পেশার সাথে জড়িত থাকব না আবার থাকতেও হতে পারে সেটা সৃষ্টিকর্তা ভালো জানেন। তবে এই কয়েকবছর সময়ে ছবি তোলা আমাকে অনেক কিছু দিয়েছে। অনেক বেশি কিছু যেটা নিয়ে আমি আজীবন গল্প করতে পারব এমন খোড়াক হয়েছে। অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি। তাদের ভালোবাসা পেয়েছি। বলার মতোন কিছু মানুষ আছে যারা সবসময় ছবি তোলায় সাপোর্ট দেয়। আর আমার বাবা তো শুরু থেকেই আমার পাশে। সকল আলোকচিত্রী শিল্পীদের আলোকচিত্র দিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো।

স্বাগত সরকার সৈকত
সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ
প্রচার ও প্রকাশনা সম্পাদক-গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি।

লেখক: শিক্ষার্থী, গণ বিশ্ববিদ্যালয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষার্থীদের ভাবনায় আলোকচিত্র দিবস

শিক্ষার্থীদের ভাবনায় আলোকচিত্র দিবস

আজ আলোকচিত্র দিবস। ১৮৩৯ সালের ১৯ আগস্ট বিজ্ঞানী লুইস ড্যাগুইর সর্বপ্রথম ছবি তোলার উপায় আবিষ্কার করেন। মধ্যযুগ থেকে শুরু হয়ে বর্তমান সময়ে ফটোগ্রাফি হয়ে উঠেছে সব বয়সের মানুষের চাহিদার অন্যতম একটি বিষয়। আলোকচিত্র দিবসকে কেন্দ্র করে গণ বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্রগ্রাহী শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরছেন হাসিব মীর।

 

একজন ছবিপ্রেমী হিসেবে আমি বিশ্বাস করি, ‘ছবি বলতে যা বলা যায় না, তা ছবির ভাষায় মন্ত্রমুগ্ধ করা যায়।’ আমি ফটোগ্রাফির মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। আলোকচিত্রগ্রাহী হিসেবে আমার শুরুটা বলা যায় ২০১১ সালের প্রথম দিকে। বাসায় তখন নতুন ডেস্কটপ আসে। সেখানে ওয়ালপেপারে দেখতাম নানান ছবি, আমি চিন্তা করতাম, আমি কি এমন ছবি তুলতে পারবো! সেই থেকেই ফোন দিয়ে ছবি তোলা শুরু, তারপর ক্যামেরা। সময়ের সাথে সাথে ফটোগ্রাফির ব্যাপারে অনেক কিছু জানলাম, শিখলাম আর বাস্তব জীবনে প্রয়োগ করে চলছি।

আলোকচিত্রগ্রাহী হওয়ার জন্য ধৈর্য এবং সৃজনশীলতা খুব বেশি প্রয়োজন। একটা পারফেক্ট ছবি পাওয়াটা বড়শিতে মাছ আটকানোর চেয়েও বেশি ধৈর্য্যের। সুতরাং সময়ের সাথে তাল মিলিয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করে নিজের সৃজনশীলতাকে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। বাংলাদেশে আলোকচিত্রের ভবিষ্যত উজ্জ্বল। বর্তমানে মোবাইল ফোনের ক্যামেরা দিয়েও অনেক দারুণ ছবি তোলা যাচ্ছে। কেউ ফটোগ্রাফি শুরু করতে চাইলে এখন মোবাইলের ক্যামেরা দিয়েই শুরু করতে পারে, তারপর ক্যামেরা। এছাড়াও, ফটোগ্রাফির শিক্ষার সুযোগ বেড়েছে, যা নতুন ফটোগ্রাফাদের উত্থানে সাহায্য করছে।

সোয়েব বিন কামাল
সিএসই বিভাগ
সভাপতি,গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি।

 

কিছু মুহূর্ত এবং চিন্তার মিশ্রণের ফলাফল হচ্ছে একটা আলোকচিত্র। শখের বসে অথবা পেশার স্বার্থে ছবি তোলা প্রত্যেকটি মানুষের এই আলোকচিত্র দিবস একটা গুরুত্বপূর্ণ দিন। ছবি তোলার স্পৃহা বাড়ানো এবং চিন্তাকে ফ্রেমে বন্দী করতে উৎসাহীদের কাছে আলোকচিত্র দিবস একটা আনন্দপূর্ন দিন। কথায় আছে মানুষের মনে কথার থেকে ছবি অনেক বেশি প্রভাব ফেলে। তাই হয়তো আলোকচিত্রগ্রাহীদের প্রতিবন্ধকতার শেষ নেই। আর একজন নারী আলোকচিত্রগ্রাহী হলে তো কথাই নেই। রাস্তায় কটু মন্তব্য, ‘মেয়ে হয়ে এতো ছবি তোলা লাগে! ‘ এমন অদ্ভুত কমেন্ট শুনে আগ্রহ কমে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু সব প্রতিবন্ধকতা পেরিয়ে একজন আলোকচিত্রগ্রাহী বিভিন্ন সৌন্দর্য ও কদর্যতা যা আলোকচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার যে আপ্রাণ চেষ্টা করে তা প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতে এই ছবিই হোক মত প্রকাশের সর্বোচ্চ স্বাধীনতা, আলোকচিত্র দিবসে এটাই সকলের চাওয়া। বর্তমান পৃথিবীতে আলোকচিত্রগ্রাফি একটা প্যাশন এবং এই পথের পথযাত্রী হওয়ার জন্য অনেক ছেলে মেয়েরাও ছাত্রজীবন থেকেই চেষ্টা করে। তাই শিক্ষার্থীদের বেসিক আলোকচিত্র গ্রাফি শিখানোর জন্য বিশ্ববিদ্যালয়গুলো স্বতঃস্ফূর্ত ভূমিকা রাখতে পারে। নিয়মিত ফটোগ্রাফিক কর্মশালা এবং এই বিষয়ে চর্চা করা রাখলে এর ভবিষ্যৎ ফলপ্রসূ হবে আশা করি।

 

শাহিনুর সিদ্দিকি রিমি
এমপিবিএমই বিভাগ
অর্থ সম্পাদক- গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি

একজন আলোকচিত্রী হিসেবে পরিচয় দেয়াটা আমার কাছে গর্বের। আলোকচিত্র একই সাথে আমাকে ভালো-খারাপ সময় দুটোই উপহার দিয়েছে। তবে ভালো সময় কিংবা খুশির পরিমাণ অনেক অনেকগুণ বেশি। কোন এক সময় সেলফোন এর ক্যামেরা দিয়ে ছবি তোলা শুরু হয়েছিল। তারপর সেই ছবি তোলা শখ থেকে নিজের কিছু অর্জন, এই যাত্রাটা খুব বেশি মসৃণ ছিলনা। স্যাক্রিফাইস করতে হয়েছে অনেক কিছু। তবুও দিন শেষে একটা ভালো ছবি আমাকে অনেক বেশি প্রশান্তি দেয়। একজন ছবিয়াল হিসেবে দিনটা আনন্দের। ভবিষ্যতে হয়তো ওতপ্রোতভাবে আলোকচিত্র পেশার সাথে জড়িত থাকব না আবার থাকতেও হতে পারে সেটা সৃষ্টিকর্তা ভালো জানেন। তবে এই কয়েকবছর সময়ে ছবি তোলা আমাকে অনেক কিছু দিয়েছে। অনেক বেশি কিছু যেটা নিয়ে আমি আজীবন গল্প করতে পারব এমন খোড়াক হয়েছে। অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি। তাদের ভালোবাসা পেয়েছি। বলার মতোন কিছু মানুষ আছে যারা সবসময় ছবি তোলায় সাপোর্ট দেয়। আর আমার বাবা তো শুরু থেকেই আমার পাশে। সকল আলোকচিত্রী শিল্পীদের আলোকচিত্র দিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো।

স্বাগত সরকার সৈকত
সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ
প্রচার ও প্রকাশনা সম্পাদক-গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি।

লেখক: শিক্ষার্থী, গণ বিশ্ববিদ্যালয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: ১৮/৩, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান। লাইসেন্স নং : TRAD/DNCC/154868/2022