মাদারীপুরের শিবচরে একটি টিনের ঘর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা আবাসিক এলাকার সংলগ্ন ময়নাকাটা নদীর পাড়ের টিনের ঘর থেকে জিহাদ মিয়া (৩৮) নামে যুবকের লাশটি উদ্ধার করা হয়।
নিহত জিহাদের বাবার নাম হামিদ বেপারীর। সে একই এলাকায় ভাড়া থাকতেন। তার স্থায়ী ঠিকানা জানতে পারা যায়নি। তবে তার বাবা-মাসহ পরিবারের সবাই যুক্তরাষ্ট্রে এখন বসবাস করেন বলে জানিয়েছে এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, ঘরের ভেতরে গত দুই দিন ধরে একই অবস্থায় জিহাদকে শুয়ে থাকতে দেখে সবার সন্দেহ হয়। এছাড়া ঘরটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। মঙ্গলবার বিকেলে এলাকার কয়েকজন মিলে ঘরের ভেতরে গিয়ে দেখেন জিহাদ মৃত। পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় ।
শিবচর থানার সাবইন্সপেক্টর মোদাসেস হোসেন জানান, ধারণা করা হচ্ছে জিহাদ দুই-একদিন আগে মারা গেছেন। প্রাথমিকভাবে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের করার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, লাশটি সন্ধ্যায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।